বিশ্বকাপ থেকে ছিটকে গেলো আলভেজ

প্রকাশ | ১২ মে ২০১৮, ১৬:৪১

অনলাইন ডেস্ক

২০১৮ রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে গেলো পিসএজি ও ব্রাজিলিয়ান তারকা দানি আলভেজ। হাটুর ইনজুরির কারণে রাশিয়া যাওয়া হচ্ছে না রক্ষণভাগের তারকা ফুটবলার আলভেজের। ব্রাজিল বিশ্বকাপ জয়ের স্বপ্ন যাত্রায় বড় এক ধাক্কাই খেল সে।

আলভেজ চোটটা পেয়েছেন গত ০৮ মে (মঙ্গলবার) পিএসজির হয়ে কাপ ডি ফ্রান্সের ফাইনাল ম্যাচে। তবে সে সময় বলা হয়েছিল তার চোট ততটা গুরুতর নয়। কিন্তু শেষ পর্যন্ত সেলেকাওদের জার্সি গায়ে বিশ্বকাপে আর নামাই হচ্ছে না তার।

১১ মে (শুক্রবার) ব্রাজিল ফুটবল কনফেডারেশন নিশ্চিত করে জানায়, ‘টিম ডক্টর রদ্রিগো লাসমার আলভেজের সবকিছু পরীক্ষা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেন, বার্সেলোনার সাবেক তারকা আগামী গ্রীস্মের (বিশ্বকাপ) আগে সুস্থ হতে পারছেন না।’

এদিকে আলভেজের ছিটকে যাওয়ার পর বড় শূন্যস্থানই তৈরি হলো ব্রাজিল দলে। কেননা প্রায় এক দশক ধরে তিনি জাতীয় দলে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে খেলেছেন। আর হলুদ জার্সিধারীদের ষষ্ঠ বিশ্বকাপ জয়ে দারুণ ভূমিকা রাখতে এ তারকা প্রতি সমর্থকদের বিশ্বাস ছিল।

এ নিয়ে দ্বিতীয় ডিফেন্ডার হিসেবে তিতের দল থেকে বিশ্বকাপ আসরে ছিটকে গেলেন আলভেজ। 

সাহস২৪.কম/খান/আল মনসুর