বৃষ্টিতে ভেসে গেছে আইশিদের অভিষেক টেস্ট

প্রকাশ : ১২ মে ২০১৮, ১৪:০৩

সাহস ডেস্ক

টেস্ট খেলুড়ে দেশের মাঝে ১১তম দেশ হিসেবে অন্যরকম রেকর্ডে প্রথম দল হিসেবে নাম লিখিয়েছে আয়ারল্যান্ড। আর পাকিস্তানের বিপক্ষেই তাদের অভিষেক টেস্ট শুরু হয়েছিল। কিন্তু ম্যালাহাইডে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক অভিষেক টেস্টের প্রথম দিন ভেসে গেছে বৃষ্টিতে!

১১ মে (শুক্রবার) কোনও টস ছাড়া অভিষেক টেস্টের প্রথম দিন বৃষ্টিতে হয়েছে পরিত্যক্ত! টানা বৃষ্টিতে কোনও উপায় খুঁজে পাননি আম্পায়ার নাইজেল লং ও রিচার্ড উইলিংওর্থ। স্থানীয় সময় ৩ টাতেই পরিত্যক্ত করে দেন প্রথম দিনের খেলা।

ডাবলিনের আকাশে বেশ কয়েক দিন ধরে বৃষ্টির আনাগোনা ছিল। তাই বলে ১১তম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে অভিষেক এই টেস্টকে কোনওভাবেই হতশ্রী করতে চায়নি আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। এই টেস্টকে স্মরণীয় করে রাখতে খরচ হয়েছে প্রায় ১ মিলিয়ন ইউরো। 

স্টেডিয়ামের প্রায় ৬ হাজার টিকিট আগেই বিক্রি হয়ে গিয়েছিল। প্রথম দিনের এই ভেসে যাওয়াতে আর্থিক লোকসানের মুখে পড়তে হবে আইরিশ ক্রিকেট বোর্ডকে। তাতে অতৃপ্তি থাকলেও টেস্ট ক্রিকেটের অভিজাত পরিবারে সদস্য হতে পেরে অতৃপ্তি ঘুচে যাওয়ারই কথা!

সাহস২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত