স্কুল ক্রিকেটের জাতীয় চ্যাম্পিয়নশিপ সেমিফাইনালের চার দল

প্রকাশ : ০৯ মে ২০১৮, ১৩:২৪

সাহস ডেস্ক

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের জাতীয় চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে চট্টগ্রামের সানশাইন গ্রামার স্কুল ও রংপুরের চেহেল গাজী শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ। এর আগে সেমিফাইনালে উঠেছে সুনামগঞ্জের সরকারি জুবিলি হাই স্কুল ও বগুড়ার পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ। এদের সাথে ফাইনালে ওঠার লড়াইয়ে যোগ দিয়েছে তারা।

০৮ মে (মঙ্গলবার) মৌলভীবাজার স্টেডিয়ামে বৈরী আবহাওয়ার কারণে ম্যাচ না খেলে টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী টস ভাগ্যে সেমিফাইনালের টিকিট পেয়েছে তামিম ইকবালের শৈশবের স্কুল সানশাইন গ্রামার স্কুল। এতে ছিটকে গেছে ঢাকা মেট্রো চ্যাম্পিয়ন গ্লোরি স্কুল অ্যান্ড কলেজ।

এদিকে, এদিন ভেজা আউট ফিল্ডের কারণে টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে শেষ কোয়ার্টার ফাইনাল নামিয়ে আনা হয় ৩০ ওভারে। বরিশাল বিভাগীয় চ্যাম্পিয়ন পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়কে ১ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে রংপুরের চেহেল গাজী শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ।

বৈরী আবহাওয়া মাথায় রেখে একদিন এগিয়ে আনা হয়েছে সেমিফাইনাল, থাকছে রিজার্ভ ডে। 

০৯ মে (বুধবার) সেমিফাইনালে মুখোমুখি সরকারি জুবিলি হাই স্কুল ও সানশাইন গ্রামার স্কুল।

সাহস২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত