‘বিবিসি’র পতন লিভারপুল তারকাদের কাছে

প্রকাশ : ০৩ মে ২০১৮, ১৪:৩৫

সাহস ডেস্ক

স্প্যানিশ মিডিয়ার সৃষ্টি রিয়াল মাদ্রিদের অদম্য আক্রমণ ত্রিশূল ‘বিবিসি’র পতন হলো লিভারপুলের মোহাম্মদ সালাহ, সাদিও মানে ও রবার্তো ফিরমিনোর কাছে। ক্রিস্তিয়ানো রোনালদো, করিম বেনজিমা ও গ্যারেথ বেলকে পেছনে ফেলে চ্যাম্পিয়নস লিগে গোলের রেকর্ড গড়ল লিভারপুলের আক্রমণত্রয়ী।

সালাহ, মানে ও ফিরমিনোর আক্রমণভাগ থেকে এই চ্যাম্পিয়নস লিগে এসেছে ২৯ গোল। সালাহ ও ফিরমিনো দুজনে করেছেন ১০টি করে গোল, বাকি ৯টি মানের। রিয়ালের আক্রমণত্রয়ীর চেয়ে একটি বেশি গোল এখন তাদের। ২০১৩-১৪ মৌসুমে রোনালদো, বেনজিমা ও বেল করেছিলেন ২৮ গোল।

চ্যাম্পিয়নস লিগে নিজের প্রথম আসরে রেকর্ড বইয়ের আরেকটি পাতায় নাম লিখেছেন মানে। ৯ মিনিটে দলকে এগিয়ে দেওয়া গোলে নতুন রেকর্ড গড়েছেন তিনি। ইউরোপের সবচেয়ে বড় প্রতিযোগিতায় নতুন মুখ হয়ে প্রথম ১০ ম্যাচে সর্বোচ্চ ৯ গোলের মালিক এই সেনেগালিস ফুটবলার। হ্যারি কেন ও সিমোন ইনজাঘিকে ছাপিয়ে এই রেকর্ড গড়লেন মানে।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত