এসিসির সভাপতি নাজমুল হাসান পাপন

প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৮, ১৪:২৯

সাহস ডেস্ক

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি হতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান। চতুর্থ বাংলাদেশি হিসেবে এই দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। পাকিস্তানের নাজাম শেঠির স্থলাভিষিক্ত হবেন বিসিবি সভাপতি।  তার দায়িত্বের মেয়াদ ২০২০ সাল পর্যন্ত।

১৮ এপ্রিল (বুধবার) বিসিবির বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলন করেন নাজমুল হাসান পাপন।

তিনি বলেছেন, ‘শিগগিরই এসিসির সভা হবে, আর সেই সভায় সংস্থাটির পরবর্তী সভাপতি নির্বাচিত হবেন।  আপনারা জানেন যে, এসিসির পরবর্তী সভাপতি হবেন বাংলাদেশ থেকে।  আর বিসিবি থেকে এরই মধ্যে আমার নাম প্রস্তাব করা হয়েছে।’

১৯৮৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সহযোগী সংস্থা হিসেবে এসিসি গঠিত হয়।  ১৯৮৯ সালে প্রথম বাংলাদেশি হিসেবে এসিসির সভাপতি হয়েছিলেন আনিসুল ইসলাম মাহমুদ।

এরপর ২০০২ সালে আলী আসগর এবং ২০১০ সালে এসিসি সভাপতির দায়িত্ব পান আ হ ম মোস্তফা কামাল।  এসিসির দায়িত্ব শেষে মোস্তফা কামাল আইসিসি সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত