বিদেশি কিউরেটর দায়িত্বে চারটি অঞ্চলে ভেন্যু: বিসিবি

প্রকাশ : ১৩ এপ্রিল ২০১৮, ১৬:০৬

সাহস ডেস্ক

দেশের আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুগুলোতে বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চার বিদেশি কিউরেটর দায়িত্বে দেশের মোট ভেন্যুগুলোকে চারটি অঞ্চলে ভাগ করা হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম সংবাদ মাধ্যমকে এতথ্য দিয়েছেন। 

তিনি বলেন, ‘আমরা বিদেশি কিউরেটর নিয়ে আসছি। এখন আমাদের একজন আছে। আগামী মাসে আরও একজন যোগ দেবেন। পরিকল্পনা অনুযায়ী চতুর্থ কিউরেটর নিয়োগ দিতে চেষ্টা করছি। যদি আমরা বাংলাদেশকে চারটি অঞ্চলে ভাগ করতে পারি, তাহলে ভেন্যুগুলোর পরিচর্যা হবে এবং আরও উন্নতরূপে পরিচালনা সম্ভব হবে।’

উল্লেখ্য ভারতীয় কিউরেটর প্রাভীন হিনগারীকরকে নিয়োগ দিয়েছে বিসিবি। মিরপুর শের-ই-বাংলায় আছেন লঙ্কান গামিনি ডি সিলভা। আগামী মাসে যোগ দেবেন আরেক ভারতীয় কিউরেটর সঞ্জীব আগারওয়াল। এরপর নিয়োগ পাবেন চতুর্থ সেই কিউরেটর।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত