কমনওয়েলথ গেমসে বাংলাদেশের দ্বিতীয় পদক

প্রকাশ | ১১ এপ্রিল ২০১৮, ১৫:৫৮

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়া গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে ৫০ মিটার এয়ার পিস্তলে দ্বিতীয় স্থান অর্জন করে বাংলাদেশকে রৌপ্য পদক এনে দিয়েছেন দেশসেরা শুটার শাকিল আহমেদ।

১১ এপ্রিল (বুধবার) বেলমন্ট শুটিং সেন্টারে অনুষ্ঠিত ফাইনালে ২২০.৫ স্কোর করে রৌপ্য পদক জিতে নেন শাকিল।

একই ইভেন্টে ২২৭.২ স্কোরে স্বর্ণ জয় করেন অস্ট্রেলিয়ার ড্যানিয়েল রেফাকোলি। ২০১.১ স্কোর করে ব্রোঞ্জ জিতেছেন ভারতের ওম মিথারওয়াল।

এর আগে ১০ মিটার এয়ার রাইফেলে দ্বিতীয় স্থান অর্জন করে রৌপ্য পদক জিতে নেন আব্দুল্লাহ হেল বাকী। 

সাহস২৪.কম/খান/আল মনসুর