কমনওয়েলথ গেমসে সাঁতার-ভারোত্তোলনে ব্যর্থ বাংলাদেশ

প্রকাশ | ০৭ এপ্রিল ২০১৮, ১৫:২৬

অনলাইন ডেস্ক

কমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারী বাংলাদেশী খেলোয়ারদের রয়েছে ব্যর্থতা। ব্যর্থ হয়েছেন সাঁতার-ভারোত্তোলনেও। এ গেমসে ১০০ মি. ব্রেস্টস্ট্রোকে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের সাঁতারু মো. আরিফুল ইসলাম। হিটে ১ মিনিট ০৭.৫১ সেকেন্ড সময় নিয়ে এই রাউন্ডেই বিদায় নিয়েছেন তিনি। একইভাবে মেয়েদের বিভাগেও ব্যর্থ হয়েছেন সাঁতারু নাজমা খাতুন। ৫০ মি. ফ্রি স্টাইলে হিটে ৩১.১০ সেকেন্ড সময় নেন তিনি।

ভারোত্তোলনেও সফলতা পায়নি বাংলাদেশ। শিমুল কান্তি সাহা স্ন্যাচে ১১৫ কেজি উত্তোলন করলেও ক্লিন অ্যান্ড জার্কে ১৪০ কেজি উত্তোলনে ব্যর্থ হন।  

অপরদিকে মেয়েদের বিভাগে ফুলপতি চাকমা ও ফাহিমা আক্তার যথাক্রমে ১২ ও ১৩তম হয়েছেন। ফুলপতি স্ন্যাচে ৬৮ কেজি ও ফাহিমা ৬৬ কেজি তুলতে সমর্থ হন। ক্লিন অ্যান্ড জার্কে ফুলপতি ৮৫ কেজি ও ফাহিমা ৮৮ কেজি উত্তোলনে সমর্থ হন।

সাহস২৪.কম/খান/আল মনসুর