বিশ্বকাপে তাকে অনেক মিস করবো: মেসি

প্রকাশ : ২৭ মার্চ ২০১৮, ১৮:৩৫

সাহস ডেস্ক

আর্জেন্টিনার পরবর্তি প্রজন্ম বলা হয় দিবালাকে। বলা হয় দ্বিতীয় মেসি। দিবালার মাঝে নিজের ছায়া দেখতে পান, বলেছে পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি। যদিও জুভেন্টাস তারকাকে বিশ্বকাপের পূর্বে দুইটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনা দলে রাখেননি কোচ সাম্পাওলি। সাম্পাওলি অবশ্য বলেছেন, ‘এটা বিশ্বকাপের চূড়ান্ত দল নয়। দলে পরিবর্তন আসতে পারে।’

দিবালা আগে জানিয়েছেন যে, ‘পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মেসির সঙ্গে খেলাটা কঠিন। কারণ তারা দুজনই একই পজিশনে খেলেন। এর আগে একই কারণে আর্জেন্টিনা দলে থেকেও একাদশে জায়গা মেলেনি জুভেন্টাস ফরোয়ার্ডের।’

সম্প্রতি ফক্স স্পোর্টসেকে দেয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘জুভেন্টাস তারকা দিবালাকে আমার পাশে দারুণ মানাবে। সম্প্রতি ঘোষিত আর্জেন্টিনা দলে সে নেই। বিশ্বকাপে তাকে অনেক মিস করবো।’

মেসি আরও বলেন, ‘জুভেন্টাসে সে আমার মতো একই জায়গায় খেলে। কিন্তু জাতীয় দলে তাকে বাম সাইডে খেলতে হয়। হয়তো সে এটাতে অভ্যস্ত নয়। সত্যি বলেতে কি এটা আমার জন্য খুব কঠিন যে সেখানে খেলতে হবে, আমি খুব কমই বাম দিকে খেলি। ডানদিকটা আমার শক্তির জায়গা।’

তবুও মেসি মনে করেন, ‘দিবালা তার পরবর্তি প্রজন্মের সেরা প্লেয়ার। উত্তরসূরী দ্রুতই জাতীয় দলে ফিরুক এমন প্রত্যাশা মেসির।’

তিনি আশা করেন, ‘দিবালা দলে ফিরবে এবং বিশ্বকাপে তাদের জুটি ভালো জমবে।’

সাহস২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত