‘৭-১’ মানেই ভূত: তিতে

প্রকাশ : ২৭ মার্চ ২০১৮, ১৮:১৯

সাহস ডেস্ক

আবার সেই জার্মান। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে ঘরের মাঠে সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল ব্রাজিল। তিতে জানিয়েছেন, সেই হারের ভূত হয়ে এখনও তাড়িয়ে বেড়ায় তাদের!

আজ ২৭ মার্চ (মঙ্গলবার) দিবাগত রাত পৌনে একটায় সেই জার্মানির বিপক্ষে মুখোমুখি হবে ব্রাজিল। 

এমন ম্যাচের আগে মানসিক সেই ভীতির কথাকে ভিন্নভাবেই উপস্থাপন করতে চাইলেন ব্রাজিল কোচ, ‘মানসিক দিক দিয়ে এর মানে কিন্তু বিশাল। কাউকে এ নিয়ে বোকা বানানোর কিছু নেই। ‘৭-১’ মানেই ভূত। লোকজন এখনও এ নিয়ে কথা বলে। এ নিয়ে যত কম কথা বলা যায়, ভূত তত দ্রুত অদৃশ্য হয়ে যায়।’

সেই ম্যাচের স্মৃতি বলতে গিয়ে তিতে আরও বলেন, ‘তখন সাও পাওলোতে বসেই স্ত্রীর সঙ্গে খেলা দেখছিলাম। তৃতীয় গোলটি যখন হলো তখন আমার স্ত্রী কাঁদতে শুরু করেছিল।’

বার্লিনে হতে যাওয়া প্রীতি ম্যাচে ব্রাজিল দলে থাকবে একটি পরিবর্তন। দগলাস কোস্তার জায়গায় ফিরবেন ফের্নান্দিনিয়ো। তাই এই ম্যাচ দিয়েই সেই ক্ষতে প্রলেপ কিছুটা হলেও দিতে চান ব্রাজিল কোচ, ‘ক্ষতটা এখনও আছে। বার্লিনে হতে যাওয়া ম্যাচ দিয়ে প্রলেপ দিলে ক্ষত কিছুটা হলেও কমবে।’

সাহস২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত