১৭ মাস পর আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ

প্রকাশ : ২৭ মার্চ ২০১৮, ১৬:২৫

সাহস ডেস্ক

অবশেষে আন্তর্জাতিক ম্যাচের দেখা পেলো বাংলাদেশ। দীর্ঘদিন পর খরা কাটিয়ে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দিয়ে মাঠে নামছে লাল-সবুজের দল। টানা ১৭ মাস পর আন্তর্জাতিক ফুটবলে প্রতিপক্ষ লাওসের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

২০১৬ সালের ১০ অক্টোবর শেষ আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলেছিল বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ভুটানের কাছে ৩-১ গোলে হেরেছিল মামুনুলরা। এরপর ২০১৮ সালে এসে বাংলাদেশ প্রীতি ম্যাচ দিয়ে শুরু করবে ফিফা আন্তর্জাতিক ম্যাচ।

আজ ২৭ মার্চ (মঙ্গলবার) বাংলাদেশ সময় বিকাল ৫টায় রাজধানী ভিয়েনতিয়েনে স্বাগতিক লাওসের মুখোমুখি হবে বাংলাদেশ।

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে লাওস। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ম্যাচ না খেলার কারণে মামুনুলরা র‌্যাংকিংয়ে বেশ পিছিয়েছে। ১৯৭তম স্থান তাদের। আর স্বাগতিকরা আছে ১৮৩তম স্থানে। যদিও এই আন্তর্জাতিক ম্যাচে ফিরতে বাংলাদেশের প্রস্তুতি ছিল চোখে পড়ার মতোই। বিকেএসপি, কাতার তারপর থাইল্যান্ডে হয়েছে প্রস্তুতি। থাইল্যান্ডে দুটি প্রস্তুতি ম্যাচও হয়েছে। প্রথমটিতে রাচাবুড়ি এফসির কাছে ১-০ গোলে হারলেও ব্যাংকক গ্লাস এফসির বিপক্ষে ৪-৩ গোলে জিতেছে লাল-সবুজরা।

ওর্ডের দলটি তাই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামার অপেক্ষায়। এ অস্ট্রেলিয়ান কোচ দলটি নিয়ে বেশ আত্মবিশ্বাসী। তিনি বলেন,  ‘এই ম্যাচটির জন্য আমরা বেশ কিছুদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলাম। দেশে কিংবা বিদেশে প্রশিক্ষণ চলেছে। এখন বলতে পারেন দলটি একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আগের সেই মানসিকতা নেই। সেটা কাটিয়ে উঠেছে।’

তিনি আরও বলেন, ‘আমার হাতে এখন ১৭ জন খেলোয়াড় আছে। যাদের সবাই একাদশে সুযোগ পাওয়ার মতো। তবে যারা একাদশে সুযোগ পাননা কেন, আমি চাই সবাই নিজেদের সেরাটা দিক। ঠিকঠাক মতো মাঠে পারফরম্যান্স করুক।’

দলের অন্যতম ডিফেন্ডার তপু বর্মণও লাওসের বিপক্ষে ম্যাচ নিয়ে আশাবাদী, ‘আমরা এই ম্যাচটির জন্য কঠোর পরিশ্রম করেছি। সবাই প্রস্তুত এই ম্যাচটি খেলার জন্য। আশা করছি লাওসের বিপক্ষে ম্যাচ জিতে দেশবাসীকে ভালো কিছু উপহার দিতে পারবো।’

সবশেষ ২০১৬ সালের ৮ জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবলে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-২ গোলে জয়ের রেকর্ড আছে বাংলাদেশের।  দু’বছর পর আবারও কি লাল-সবুজদের জয়ে নতুন রেকর্ড দেখা দেবে?

সাহস২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত