স্পেনের বিপক্ষে খেলতে পারে মেসি

প্রকাশ | ২৭ মার্চ ২০১৮, ১৪:২৮

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ সামনে রেখে গত ২৩ মার্চ (শুক্রবার) প্রীতি ম্যাচে ইতালির বিপক্ষে ২-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। এ খেলায় ছিলেন না আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। পেশির চোটের কারণে ওই ম্যাচে খেলা হয়নি আর্জেন্টাইন অধিনায়কের। তবে আজ স্পেনের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

আজ ২৭ মার্চ (মঙ্গলবার) দিবাগত রাত দেড়টায় অ্যাতলেতিকো মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে থাকতে পারেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

এই খেলায় মেসির থাকা নিয়ে গতকাল ২৬ মার্চ (সোমবার) আর্জেন্টাইন কোচ হোর্হে সাম্পাওলি জানিয়েছেন মেসির খেলার সম্ভাবনার কথা, ‘ইতালির বিপক্ষে খেলার আগে মেসি না খেলার ব্যাপারটি জানিয়েছিল। তবে গত দুই দিন ধরে সে অনুশীলন করেছে।’

তবে শেষ পর্যন্ত মেসি খেলতে পারবেন কিনা সেটা নির্ভর করছে মেসির ওপর। এমন কথাই জানিয়েছেন আর্জেন্টিনা কোচ সাম্পাওলি, ‘যদি কোনও ঝুঁকি থেকেই থাকে তাহলে মেসিই বলবে। ইতালির বিপক্ষে ম্যাচের আগে মেসি বলেছিল সে খেলার জন্য ফিট না এবং তাই হয়েছিল।’

সাহস২৪.কম/খান/আল মনসুর