আজ শুরু হচ্ছে আন্তঃজেলা বাস্কেটবল প্রতিযোগিতা

প্রকাশ : ২২ মার্চ ২০১৮, ১৪:১০

সাহস ডেস্ক

ধানমন্ডি বাস্কেটবল জিমনেসিয়ামে তিন দিনের আন্তঃজেলা বাস্কেটবল প্রতিযোগিতা শুরু হতে হচ্ছে। তিন দিনের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ঢাকা, খুলনা, যশোর, রাজশাহী, চট্টগ্রাম ও চাঁদপুর।

আজ ২২ মার্চ (বৃহস্পতিবার) ধানমন্ডি বাস্কেটবল জিমনেসিয়ামে প্রতিযোগিতাটি শুরু হবে।

দুই গ্রুপে ভাগ হয়ে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবে ছয়টি দল। সেরা চার দল নিয়ে হবে সেমিফাইনাল, ফাইনাল ২৪ মার্চ। চ্যাম্পিয়ন দল ৩০ হাজার এবং রানার্সআপ দল ২০ হাজার টাকা পাবে।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মিলনায়তনে এ উপলক্ষে সংবাদ সম্মেলনে বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে সরকার বলেছেন, ‘এই প্রতিযোগিতার একটাই উদ্দেশ্য— সারা দেশে বাস্কেটবল চর্চা বৃদ্ধি। ঢাকার বাইরের দলগুলো সব সময় অভিযোগ করে, আমরা তাদের দিকে সেভাবে নজর দিই না। এজন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী জুনে ঢাকায় হবে দক্ষিণ এশিয়ান বাছাই বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ। আন্তঃজেলা বাস্কেটবল থেকে খেলোয়াড় বাছাই করে আমরা জাতীয় দলকে শক্তিশালী করতে চাই।’

প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ওয়ালটন। সংবাদ সম্মেলনের ফাঁকে ছয়টি দলের জার্সি উন্মোচন করা হয়।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত