হোল্ডারের ব্যাটিং দাপুটে জিতে গেলো ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশ : ০৯ মার্চ ২০১৮, ১৫:৩১

সাহস ডেস্ক

২০১৯ বিশ্বকাপ বাছাইয়ে কঠিন পরীক্ষা দিতে হচ্ছে গেইলহীন ওয়েস্ট ইন্ডিজকে। পাপুয়া নিউ গিনি কাছে হারের শঙ্কায় পড়েছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত জেসন হোল্ডারের ব্যাটিং দাপুটে শঙ্কা কাটিয়ে পাপুয়া নিউ গিনিকে ৬ উইকেটে হারিয়েছে ক্যারিবীয়রা।

০৮ মার্চ (বৃহস্পতিবার) হারারে ক্রিকেট স্টেডিয়ামে পাপুয়া নিউ গিনিকে হারিয়ে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

শুরুতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪২.৪ ওভারে সব উইকেট হারিয়ে ২০০ রান করেন পাপুয়া নিউ গিনি। দলের হয়ে সর্বোচ্চ অধিনায়ক আসাদ ভালা ৮৯ বলে ৬ চারে ৫৭ রান, টনি উরা ৪৫ বলে ২ চার ২ ছয়ে ৩৭ রান, মহুরু দাই ৪৩ বলে ৩ চারে ৩৫ রান এবং নরম্যান ভানুয়া ২২ বলে ২ চার ৩ ছয়ে ৩৫ রান করেন।

ক্যারিবীয়দের হয়ে বল হাতে সর্বোচ্চ কার্লোস ব্র্যাথওয়েট ৫টি, নিকিটা মিলার ২টি এবং উইলিয়াম ও আসলে নারসি ১টি করে উইকেট নেন।

জবাবে খেলতে নেমে ব্যাট হাতে ৪৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০১ রান করেন ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ অধিনায়ক অপরাজিত জেসন হোল্ডার ১০১ বলে ৯ চার ৪ ছয়ে ৯৯ রান, অপরাজিত শাই হোপ ১১৫ বলে ৩ চারে ৪৯ রান, এবং মারলন স্যামুয়েলস ২১ বলে ৩ চার ১ ছয়ে ২৪ রান করেন।

পাপুয়া নিউ গিনির হয়ে বল হাতে সর্বোচ্চ নরম্যান ভানুয়া, আলেই নাউ, চার্লেস আমেনি ১টি করে উইকেট নেন।

পাপুয়া নিউ গিনিকে ৬ উইকেটে হারিয়েছে ক্যারিবীয়রা। ম্যাচ সেরা হয়েছেন জেসন হোল্ডার।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত