শুরুতেই ভারতের কাছে হারলো বাংলাদেশ

প্রকাশ : ০৯ মার্চ ২০১৮, ১১:৫৫

সাহস ডেস্ক

শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ঘরের মাঠে ব্যর্থতার পর এবার শ্রীলঙ্কাতেও হারের দেখা পেলো প্রধান ভারপ্রাপ্ত কোচ কোর্টনি ওয়ালশের অধীনে থাকা টাইগার দল। নিদাহাস ট্রফির টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে ভারতের কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ।

০৮ মার্চ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নিদাহাস ট্রফির দ্বিতীয় খেলায় ভারতের কাছে ৬ উইকেটে হেরেছে টাইগার বাহিনী।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রান করেন বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ লিটন দাস ৩০ বলে ৩ চারে ৩৪ রান এবং সাব্বির রহমান ২৬ বলে ৩ চার ১ ছয়ে ৩০ রান করেন।

ভারতের হয়ে সর্বোচ্চ জয়দেব উনাদকাট ৩টি, বিজয় শংকর ২টি, এবং শারদুল ঠাকুর ও যুবেন্দ্র চাহাল ১টি করে উইকেট নেন।

১৪০ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪০ রান করেন ভারত। দলের হয়ে সর্বোচ্চ শিখর ধাওয়ান ৪৩ বলে ৫ চার ২ ছয়ে ৫৫ রান, সুরেশ রায়না ২৭ বলে ১ চার ১ ছয়ে ২৮ রান এবং অপরাজিত মানিষ পান্ডে ১৯ বলে ৩ চারে ২৭ রান করেন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রুবেল হোসাইন ২টি, এবং মোস্তাফিজ ও তাসকিন ১টি করে উইকেট নেন।

টাইগারদের সাথে ৬ উইকেটে জিতে যায় ভারত। ম্যাচ সেরা হয়েছেন বিজয় শংকর।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত