ইনজুরির কারণে পিএসএল থেকে ছিটকে গেলেন আন্দ্রে রাসেল

প্রকাশ | ০৭ মার্চ ২০১৮, ১৮:৩২

অনলাইন ডেস্ক

ইসলামাবাদ ইউনাইটেডের খেলা চলাকালীন সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পরে পিএসএল থেকে ছিটকে গেছেন ওয়েস্ট ইন্ডিজ তারকা আন্দ্রে রাসেল। এই সিজনে তার আর খেলা হচ্ছে না।

গত ০৪ মার্চ (রবিবার) করাচি কিংসকে প্রথম হারের স্বাদ দিয়ে ইসলামাবাদের আট উইকেটের দাপুটে জয়ের ম্যাচে ডান পায়ে চোট পান রাসেল।

গত জানুয়ারিতে ডোপিং নিষেধাজ্ঞা থেকে ফেরার পর এটিই রাসেলের প্রথম টুর্নামেন্ট। ইনজুরির থাবায় পিএসএলে এবার দর্শক হয়েই থাকতে হচ্ছে তাকে। পাঁচ ম্যাচ শেষে তিন জয় ও দু’টিতে হেরেছে ইসলামাবাদ। সামনের ম্যাচগুলোতে রাসেলকে ছাড়াই নামতে হবে।

এপ্রিলে আইপিএল সামনে রেখে আন্দ্রে রাসেলের ইনজুরি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সাহস২৪.কম/খান/আল মনসুর