পিএসজিকে নিয়ে সতর্ক জিদান

প্রকাশ : ০৬ মার্চ ২০১৮, ১৮:৩৭

সাহস ডেস্ক

চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর লড়াইয়ে দ্বিতীয় লেগ নিয়ে রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) মধ্যেই তুমুল উত্তেজনা। চোটের কারনে নেইমার না থাকলেও পিএসজিকে নিয়ে খুবই সতর্ক রিয়াল মাদ্রিদের কোচ জিদান।

আজ ০৬ মার্চ (মঙ্গলবার) দিবাগত রাতে মুখোমুখি হবে একে অপরের।

প্রথম লেগ ৩-১ ব্যবধানে জিতে রিয়াল মাদ্রিদ বেশ সুবিধাজনক অবস্থানে আছে। তারপরও রিয়াল কোচ জিনেদিন জিদান মনে করেন, ‘পিএসজির বিপক্ষে জেতা খুব একটা সহজ হবে না। কারণ, খেলাটা হবে পিএসজির মাঠে। নিজেদের মাঠে বরাবরই ফেভারিট উনাই এমেরির দল।’

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জিনেদিন জিদান বলেন, ‘আমরা পুরোপুরি প্রস্তুত হয়েই এখানে ম্যাচ খেলতে এসেছি। যদি মনে করেন, প্রথম ম্যাচের ফলের জন্য আমরা বাড়তি সুবিধা পাব, তবে সেটা ভুল ধারণা। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আমাদের সম্মিলিতভাবে ৯০ মিনিট বা তাঁরও বেশি সময় মাঠে সেরাটা দিয়ে লড়তে হবে।’

জিনেদিন জিদান পিএসজির বিপক্ষে ম্যাচ নিয়ে বেশ সতর্ক। তিনি মনে করেন, তাঁর দলের একাদশের সবারই সেরাটা দেওয়ার সামর্থ্য আছে। এ ব্যাপারে তিনি বলেন, ‘খেলোয়াড়রা শতভাগ দেওয়ার জন্য প্রস্তুত। আমি এমন খেলোয়াড়কে নির্বাচন করিনি, যে মাঠে কেবল ৭০ ভাগ দেওয়ার সামর্থ্য রাখে।’

চোটের কারণে পিএসজির সেরা খেলোয়াড় নেইমার রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলবেন না। ফ্রেঞ্চ লিগ ওয়ানে মার্সেইয়ের বিপক্ষে ম্যাচের শেষ সময়ে পায়ে চোট পান এই ব্রাজিলিয়ান তারকা। চোট গুরুতর হওয়ায় অস্ত্রোপাচার করতে হয় তাঁকে। 
ব্রাজিলে নেইমারের পায়ে সফল অস্ত্রোপচার হলেও প্রায় মাস তিনেকের মতো মাঠের বাইরে থাকতে হবে এই তারকাকে। ফলে স্বাভাবিকভাবে এই দীর্ঘ সময়ে পিএসজির পক্ষে খেলতে পারবেন না এই ফরোয়ার্ড। তাতে অবশ্য পিএসজিকে দুর্বল ভাবতে নারাজ এই রিয়াল মাদ্রিদ কোচ। প্রতিপক্ষের কথা না ভেবে তিনি মাঠে দলের সেরাটা দেখতে চান এবং জয় নিয়েই ফিরতে চান।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত