পিছিয়ে পড়েও জয় পেলো ম্যানইউ

প্রকাশ : ০৬ মার্চ ২০১৮, ১৫:৪৮

সাহস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। পিছিয়ে পড়েও কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, তা এই ম্যাচেই দেখিয়ে দিয়েছে ইংলিশ জায়ান্টরা।

০৫ মার্চ (সোমবার) রাতে এই খেলায় ক্রিস্টাল প্যালেস প্রথমে দুই গোলে এগিয়ে যায়। পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ক্রিস্টালকে ৩-২ ব্যবধানে হারিয়ে দিয়েছে মরিনহোর দল ম্যানইউ।

নিজেদের মাঠে প্রথমার্ধের ১১ মিনিটে ইংলিশ উইঙ্গার অ্যান্ড্রোস টাউনসেন্ডের গোলে এগিয়ে যায় ক্রিস্টাল। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে ভ্যান অ্যানহল্টের ফ্রিকিকে শক্ত প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জয়ের সুবাস পায় ক্রিস্টাল প্যালেস।

দ্বিতীয়ার্ধের দশ মিনিট পরেই আন্তোনিও ভ্যালেন্সিয়ার ক্রসে স্মালিংয়ের গোলে ব্যবধান কমায় ম্যানইউ। ম্যাচের ৭৬ মিনিটে খেলায় সমতা আনেন বেলজিয়াম তারকা রোমেলু লুকাকু।

ইনজুরি সময়ে ২৫ গজ দূর থেকে গোল করে ইউনাইটেডের জয় নিশ্চিত করেন মাতিচ।

এই জয়ের ফলে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে ছাড়িয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২৯ ম্যাচে তাদের পয়েন্ট ৬২। সমান সংখ্যক ম্যাচ খেলে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করে আছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত