মেসির ফ্রিকিকে বার্সার জয়

প্রকাশ : ০৫ মার্চ ২০১৮, ১৭:৪৬

সাহস ডেস্ক

ন্যু ক্যাম্পে লা লিগার অঘোষিত ফাইনালে লিওনেল মেসির দারুণ এক ফ্রিকিকে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে জয় পেয়েছে  স্বাগতিক বার্সেলোনা।

০৪ মার্চ (রবিবার) রাতে ঘরের মাঠে অ্যাথলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিছেয়ে এরনেস্তো ভালভারদের শিষ্যরা।

ম্যাচের ২৫ মিনিটে সুয়ারেজ ফাউলের শিকার হন ডি-বক্সের বাইরে। সে সুবাদে পাওয়া ফ্রিকিক নিতে যান মেসি। বাঁ  পায়ের বাঁকানো শটে অসাধারণ এক গোল করে দলকে এগিয়ে নেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। এই গোল দিয়ে মেসি ছুঁয়েছেন  ক্যারিয়ারের ৬০০তম গোল।

এই জয়ের সুবাদে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে অপরাজিত থাকল বার্সেলোনা। বার্সা জয় তুলে নিয়েছে  মোট ১২ ম্যাচে আর বাকি চার ম্যাচ হয়েছে ড্র।

আর এ নিয়ে চলতি মৌসুমের মোট ৩০ ম্যাচ অপরাজিত রইল বার্সেলোনা। তাই শিরোপা জয়ের পথে অনেকটাই এগিয়ে গেল  তারা। লিগ রেসে দ্বিতীয় স্থানে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান এখন ৮।

ঘরের মাঠে পাওয়া এই জয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকল বার্সেলোনা। অ্যাথলেটিকো পয়েন্ট ব্যবধানও বাড়িয়ে  নিয়েছে। ২৭ ম্যাচে বার্সার সংগ্রহ ৬৯ পয়েন্ট। সমান ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয়তে রয়েছে অ্যাথলেটিকো।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত