জশ হ্যাজেলউডের বলে অস্ট্রেলিয়ার জয়

প্রকাশ : ০৫ মার্চ ২০১৮, ১৭:৪৩

সাহস ডেস্ক

দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার প্রথম টেস্টে জিততে পঞ্চম দিন একটি উইকেট প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার। অবশেষে সকালে জশ হ্যাজেলউড উইকেটটি নেওয়ায় জিতে যায় অস্ট্রেলিয়া।

০৫ মার্চ (সোমবার) ডারবানে ১১৮ রানে জিতেছে অস্ট্রেলিয়া।

৪১৭ রান তাড়া করতে নেমে অসি বোলিং তোপে পরে প্রোটিয়ারা। প্রতিরোধের দেওয়াল দেওয়া কুইন্টন ডি কককে ফিরিয়েই জয় নিশ্চিত করেন জশ হ্যাজেলউড। ৮৩ রান করে ফেরেন চতুর্থ দিন আলোচনার জন্ম দেওয়া এই ক্রিকেটার। তাতে প্রোটিয়ারা গুটিয়ে যায় ২৯৮ রানে। মরকেল অপরাজিত থাকেন ৩ রানে।

এদিন হ্যাটট্রিকের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন দুই ইনিংসে প্রোটিয়াদের কাঁপানো মিচেল স্টার্ক। আগের দিন শেষ দুই বলে কেশব মহারাজ ও কাগিসো রাবাদাকে ফেরালে অপেক্ষায় থাকেন এদিন। পঞ্চম দিনে তেমন লক্ষ্য নিয়ে চেষ্টা করলেও তার আর সম্ভব হয়নি।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার পক্ষে ৭৫ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন মিচেল স্টার্ক। জশ হ্যাজেলউড নিয়েছেন ৩ উইকেট। একটি করে নেন প্যাট কামিন্স ও মিচেল মার্শ। ম্যাচসেরা হয়েছেন মোট ৯ উইকেট নেওয়া মিচেল স্টার্ক।

এই জয় দিয়ে ৪ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী শুক্রবার।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত