এখনই সব কিছু নিশ্চিত হয়ে যায়নি: বার্সা কোচ

প্রকাশ | ০৫ মার্চ ২০১৮, ১৬:২১

অনলাইন ডেস্ক

ন্যু ক্যাম্পে লা লিগার শিরোপা লড়াইয়ে অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়েছে এরনেস্তো ভালভারদের বার্সেলোনা। আর এই ম্যাচটিকে অঘোষিত ফাইনাল বলা হয়েছিল। উত্তেজনার পারদ চড়ানো ম্যাচটি জিতে শিরোপা জয়ের আরও কাছে পৌঁছে গেছে স্প্যানিশ জায়ান্টরা। 

তবে এখনই সব কিছু নির্ধারিত হয়ে যায়নি বলে মনে করেন বার্সা কোচ এরনেস্তো ভালভারদে। তার মতে, ‘ম্যাচের দিক দিয়ে অবশ্যই এটি গুরুত্বপূর্ণ। তবে শিরোপা এখনই নিশ্চিত হয়ে যায়নি, এটা সত্যি আমরা একটা বড় ধাপ এগিয়েছি।’

ন্যু ক্যাম্পে ঘরের মাঠ বলে ম্যাচের নিয়ন্ত্রণে ছিল বার্সেলোনা। যদিও সেটা ছিল শুধু প্রথমার্ধে। ছেলেরা কোচ ভালভারদের কৌশল অনুসরণ করেছে বলে এমনটি হয়েছে বলে মন্তব্য বার্সা কোচের, ‘ছেলেরা যেভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে তাতে আমি গর্বিত। এধরনের ম্যাচে স্বাভাবিকভাবে এমন কৌশলই অবলম্বন হয়ে থাকে।’

পুরো ম্যাচে দারুণ খেললেও জয়ের ব্যবধানটা ছিল মাত্র এক গোলে। অবশ্য এই গোলটা এসেছে প্রাণভোমরা মেসির পা থেকে। যাদের বিরুদ্ধে মেসির রেকর্ডটা সব সময়ই ভালো। তবে আজকের ম্যাচে প্রতিপক্ষের রক্ষণটা আঁটোসাটো ছিল বলে ব্যবধানটা ছিল ছোট, ‘জিতলেও সেটা ছিল কষ্টসাধ্য। এমনটি হওয়ার কারণ ওদের রক্ষণটা ছিল দুর্ভেদ্য।’

মেসির একমাত্র গোলে লা লিগায় শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ব্যবধান দাঁড়িয়েছে আটে। তাই এই ম্যাচকে ঘিরে প্রস্তুত ছিলেন বার্সা কোচ, ‘ধীরে ধীরে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আমরা জানতাম যেভাবে ম্যাচটি গড়িয়েছে, তাতে সেটা আরও কঠিন হতে পারতো।’

সাহস২৪.কম/খান/আল মনসুর