লাহোর কালান্দার্সে বিপক্ষে জিতল তামিমের দল

প্রকাশ : ০৪ মার্চ ২০১৮, ১৭:১৫

সাহস ডেস্ক

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশের তিন আইকনের মুখোমুখি লড়াইয়ে তামিম-সাব্বিরের পেশোয়ার জালমির কাছে বড় ধরনের হার নিয়ে মাঠ ছেড়েছে মোস্তাফিজের লাহোর কালান্দার্স।

০৩ মার্চ (শনিবার) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে মোস্তাফিজের দল লাহোর। 

পেশোয়ারের বোলিং চাপে ১৭.২ ওভারে সব উইকেট হারিয়ে ১০০ রানেই গুটিয়ে যায় লাহোর কালান্দার্স। দলের হয়ে সর্বোচ্চ ফখর জামান ৩০ রান, ব্রানডন ম্যাককালাম ১৫ রান এবং ওমর আকমল ১৫ রান করেন।

পেশোয়ারের হয়ে বল হাতে সর্বোচ্চ ওহাব রিয়াজ ২টি উইকেট এবং হাসান আলী ও লিয়াম ডসন ৩টি করে উইকেট নেন।

জবাবে খেলতে নেমে মাত্র ১০১ রানের মামুলি লক্ষ্যটা ১৩.৪ ওভারে বিনা উইকেটেই অতিক্রম করেন তামিম ইকবাল ও কামরান আকমল। দুজনার ১০৪ রানের ম্যাচে সর্বোচ্চ তামিম ৩৭ ও আকমল ৫৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। এ নিয়ে টানা পাঁচ ম্যাচেই হারের হতাশায় ডুবলো লাহোর।

ছয় দলের পয়েন্ট টেবিলে একেবারে তলানিতে প্রথম জয়ের অপেক্ষার থাকা লাহোর। পাঁচ ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় পজিশনে হাফিজ-তামিমের পেশোয়ার। সমান ১ পয়েন্ট এগিয়ে মুলতান সুলতানস ও এক ম্যাচ কম খেলে শীর্ষস্থানধারী করাচি কিংস। চারে কোয়েটা গ্লাডিয়েটর্স (৫ ম্যাচে ৪) ও পাঁচে ইসলামাবাদ ইউনাইটেড (৪ ম্যাচে ৪)।

সাহস২৪.কম/খান/আল মনসুর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত