দারুণ ফর্মে আছে অ্যাতলেতিকো মাদ্রিদ

প্রকাশ : ০৪ মার্চ ২০১৮, ১৩:৫৭

সাহস ডেস্ক

২০১৩-১৪ মৌসুমে বার্সেলোনাকে হারিয়ে লা লিগা শিরোপা জিতেছিল অ্যাতলেতিকো মাদ্রিদ। ২০১৮ সালেও দারুণ ফর্মে আছে মাদ্রিদ ক্লবটি। লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনাকে প্রায় ধরে ফেলেছে তারা। মাত্র ৫ পয়েন্ট পেছনে আছে দিয়েগো সিমিওনি এ ক্লাব। ওইবারের মতো এবারও তাদের সামনে বাধা হয়ে দাড়িয়েছে বার্সেলোনা।

০৪ মার্চ (রবিবার) ন্যু ক্যাম্পে কাতালান জায়ান্টদের মুখোমুখি হওয়ার আগে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন অ্যাতলেতিকো কোচ দিয়েগো সিমিওনি।

২০১৪ সালে ন্যু ক্যাম্পে লিগের শেষ দিন দিয়েগো গদিনের গোলে ১-১ ব্যবধানের ড্রয়ে বার্সাকে বঞ্চিত করে শিরোপা জিতেছিল অ্যাতলেতিকো। চার বছর পর আবারও বার্সেলোনার মাঠে নামার আগে সিমিওনি অসম্ভবকে সম্ভব করার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তার দলকে। এই বছর লিগে ৮ জয় ও একটি ড্র করে এখন আত্মবিশ্বাসের তুঙ্গে তারা।

শিরোপা জয় অসম্ভব মনে করলেও আশাবাদী সিমিওনি, ‘পরিসংখ্যানের দিকে তাকালে লা লিগা জেতা অসম্ভব। গত ১৪ বছর ধরে লা লিগা রিয়াল মাদ্রিদ কিংবা বার্সেলোনার হয়েছে এবং একবার কেবল ভিয়ারিয়াল মৌসুম শেষ করেছে দুই নম্বরে থেকে। এই শিরোপা জেতাকে তাই অসম্ভব বলা যেতে পারে। কিন্তু আমরা একবার সেটাকে সম্ভব করেছিলাম, কারণ একবার আমরাও জিতেছি। যদিও এটা খুব কঠিন হবে।’

অসম্ভবকে সম্ভব করতে সিমিওনির পরিকল্পনা আগের মতোই, ‘আমাদের পরিকল্পনা সবসময়ের মতো একই। শেষ পাঁচটি ম্যাচে আমরা সুযোগ নিয়ে এগিয়ে যেতে চাই। যদি সেটা করতে পারি, তাহলেই আসবে সাফল্য।’

বার্সেলোনার জার্সিতে ফর্মের শীর্ষে থাকা লিওনেল মেসিকে আটকাতে আলাদা কোনও ছক করছেন না সিমিওনি। বরং তার দলের দুই তারকা আন্তোয়ান গ্রিয়েজমান ও দিয়েগো কস্তার ওপর আস্থা রাখছেন তিনি। অ্যাতলেতিকোর সঙ্গে ৩৫ বারের দেখায় ২৭ গোল করা মেসিকে থামানোর চেষ্টা বুমেরাং হতে পারে মনে করছেন আর্জেন্টাইন কোচ, ‘মেসি অসাধারণ ফর্মে। তাকে নিয়ন্ত্রণ করার মতো কোনও কৌশল নেই, এটা অসম্ভব। খেলায় অনেক কিছু হতে পারে। কিন্তু আমরা এমন কিছুর চেষ্টা করব, যেটা তাদের ক্ষতি করতে পারে।’

লা লিগায় গত দুই ম্যাচে ৭ গোল করা গ্রিয়েজমানের ন্যু ক্যাম্পে বদলির গুঞ্জনে সিমিওনি বলেন, ‘গ্রিয়েজমান দারুণ সময়ের মধ্যে আছে। দল তার প্রতিভার বিকাশে সহায়তা করছে। এমন (বার্সেলোনার সঙ্গে যোগাযোগ) পরিস্থিতির কথা আমরা সত্যিই ভাবতে পারছি না।’

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত