ম্যানইউতে ইব্রার এটাই শেষ মৌসুম: মরিনহো

প্রকাশ : ০৪ মার্চ ২০১৮, ১৩:৪৫

সাহস ডেস্ক

এই মৌসুম শেষে ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় জানাবেন জ্লাতান ইব্রাহিমোভিচ! এমনটাই বলেছেন কোচ হোসে মরিনহো।

গত আগস্টে নতুন করে ইউনাইটেডের সঙ্গে এক বছরের চুক্তি করেছিলেন ইব্রাহিমোভিচ। কিন্তু গুরুতর হাঁটুর ইনজুরির কারণে ৩৬ বছর বয়সী ফরোয়ার্ডকে মাঠে নামতে হয়েছে নভেম্বরে।

তারপর থেকে সুইডেনের তারকা কেবল ৭টি ম্যাচ খেলেছেন এবং ২৬ ডিসেম্বর প্রিমিয়ার লিগে বার্নলের বিপক্ষে ড্রর পর আর মাঠে নামা হয়নি তার।

মরিনহো বলেছেন, ‘আমরা সবাই মনে করি, ম্যানচেস্টার ইউনাইটেডে এটাই তার শেষ মৌসুম। সে অবসর নেবে কিনা সেটা তার ব্যক্তিগত ও বড় সিদ্ধান্ত।’

গত মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ৪৬ ম্যাচ খেলে ২৮ গোল করেছিলেন ইব্রাহিমোভিচ। কিন্তু এপ্রিলে ইউরোপা লিগে অ্যান্ডারলেখটের বিপক্ষে চোটে পড়ে তার মৌসুম ছোট হয়ে যায়।

নিজেকে ফিট মনে করলেনই ইব্রাহিমোভিচ ফিরবেন বিশ্বাস মরিনহোর, ‘সে খুব একটা সুখে নেই। কিন্তু দলকে সাহায্য করতে প্রস্তুত। তবে পুরোপুরি ফিট থাকলেই সে ফিরবে।’

অবশ্য ইব্রার অভাব ম্যানইউতে টের পাওয়া যাচ্ছে না।রোমেলু লুকাকুর সঙ্গে অ্যালেক্সিস সানচেজ আক্রমণভাগকে শক্তিশালী করে রেখেছেন।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত