মিডিয়া কাপ টুর্নামেন্টে রাবি রিপোর্টার্স ইউনিটি চ্যাম্পিয়ন

প্রকাশ | ০৪ মার্চ ২০১৮, ১৩:২৮

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০১৮ এ চ্যাম্পিয়ন হয়েছে রিপোর্টার্স ইউনিটি।

শনিবার বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে সাংবাদিক সমিতিকে ২৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বেলা সাড়ে ৩টায় টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১২ ওভারে ১১১ রান করে দলটি। শুরুতেই প্রতিপক্ষের বোলিং মোকাবেলা করে রিপোর্টার্স ইউনিটির উদ্বোধনী ব্যাটসম্যান অন্তর রায় প্রণব ও মেহেদী হাসান সবুজ ব্যাটিং নৈপূণ্য দেখিয়ে ১১২ রানের লক্ষ্য বেঁধে দেয়। জবাবে ব্যাটিংয়ে নেমে রিপোর্টার্স ইউনিটির বোলারদের তোপের মুখে পড়ে সাংবাদিক সমিতি। বিশাল রানের পাহাড় টপকাতে গিয়ে সবকটি উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করতে সমর্থ হয়। 

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন রিপোর্টার্স ইউনিটির শেখ ইউসুফ বাপ্পি এবং টুর্নামেন্ট সেরা হয়েছেন সাংবাদিক সমিতির শাহিন আলম।

সন্ধ্যায় খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার। এসময় রিপোর্টার্স ইউনিটির সভাপতি শিহাবুল ইসলাম, সাধারণ সম্পাদক আলী ইউনুস হৃদয়, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি হাসান আদিব, সভাপতি মুস্তাফিজ রনি, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদ শাহিনসহ তিন সংগঠনের শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

সাহস২৪.কম/রিয়াজ