মিডিয়া কাপের ফাইনালে রাবি রিপোর্টার্স ইউনিটি

প্রকাশ : ০৩ মার্চ ২০১৮, ১২:৩১

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০১৮ এর ফাইনালে উঠেছে রাবি রিপোর্টার্স ইউনিটি।

শনিবার বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে রাবি প্রেসক্লাবকে ১৩ রানের ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠলো দলটি।

সকাল ৮টায় টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ৭৮ রান করে রিপোর্টার্স ইউনিটি। শুরুতেই প্রেসক্লাবের বোলারদের ভালোভাবেই মোকাবেলা করে রিপোর্টার্স ইউনিটির দুই উদ্বোধনী ব্যাটসম্যান অন্তর রায় প্রণব ও মেহেদী হাসান সবুজ। ওপেনিং জুটিতে তারা ২৫ রান সংগ্রহ করে। অন্তর ৯ রানে আউট হওয়ার পর ওয়ানডাউনে ব্যাটিং নেমেই ঝড় তুলেন ইউসুফ বাপ্পি। আউট হওয়ার আগে ১৯ রান করেন তিনি। এছাড়াও রিপোর্টার্স ইউনিটির পক্ষে সবুজ ১৯, জাহাঙ্গীর ৫, মর্তুজা নুর ৬ রান করেন।

৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রিপোর্টার্স ইউনিটির বোলারদের তোপের মুখে ৬৫ রানে অলআউট হয়ে যায় প্রেসক্লাব। ২ উইকেট এবং ১৯ রান নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন রিপোর্টার্স ইউনিটির বাপ্পি।

এর আগে প্রথম দুই ম্যাচ জিতে গতকাল শুক্রবার ফাইনাল নিশ্চিত করে রাবি সাংবাদিক সমিতি। আজ বিকেল ৩টায় সাবাস ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত