আফগানিস্তানকে হারিয়ে সমতায় জিম্বাবুয়ে

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১২:১৭

সাহস ডেস্ক

জিম্বাবুয়ে-আফগানিস্তান ওয়ান্ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্রেন্ডন টেলরের দুর্দান্ত সেঞ্চুরিতে জয়ের দেখা পেলো জিম্ববুয়ে। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর প্রথম ওয়ানডেতেও আফগানিস্তানের কাছে হেরেছিল জিম্বাবুয়ে। দ্বিতীয় ম্যাচে ১৫৪ রানে জিতে পাঁচ ম্যাচের সিরিজে সমতা ফেরালেন গ্রায়েম ক্রেমাররা।

১১ ফেব্রুয়ারি (রবিবার) শারজায় টস জিতে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে।

ব্যাট হাতে টেলরের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৩৩ রান করে জিম্বাবুয়ের সদস্যরা। দলের হয়ে সর্বোচ্চ ব্রেনডন টেলর ১২১ বলে ৫ চার ৮ ছয়ে ১২৫ রান, সিকান্দার রাজা ৭৪ বলে ৯ চার ৪ ছয়ে ৯২ রান এবং হ্যামিলটন মাসাকাদজা ৫৪ বলে ৫ চার ২ ছয়ে ৪৮ রান করেন।

বল হাতে রশিদ খান ২টি এবং মুজিব জারদান ও গুলবাদিন নায়েব ১টি করে উইকেট নেন।

৩৩৪ রানের জবাবে খেলতে নেমে ৩০.১ ওভারে ১৭৯ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ রহমত শাহ ৬১ বলে ৭ চারে ৪৩ রান, মোহম্মদ নবি ২৮ বলে ৩ চার ২ ছয়ে ৩১ রান এবং দাওলাত জারদান ২৯ বলে ২ চার ৬ ছয়ে ৪৭ রান করেন।

ক্রেমার সর্বোচ্চ চারটি উইকেট নেন, চাতারা পান তিনটি। 

ম্যাচ সেরা হন ব্রেনডন টেলর।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত