ব্যাটিংয়ে হতাশ বাংলাদেশ

প্রকাশ | ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৩৮

অনলাইন ডেস্ক

ঢাকা টেস্টে আব্দুর রাজ্জাক ও তাইজুল ইসলামের ঘূর্ণিতে বিপাকে ছিলো শ্রীলঙ্কা। দুজনে চারটি করে উইকেট নেন এবং মুস্তাফিজ দুটি উইকেট নিয়ে মাত্র ৬৫.৩ ওভারে তাদের গুটিয়ে দেন স্বাগতিকরা। কিন্তু ব্যাটিংয়ে নেমে হতাশ করলো বাংলাদেশ। প্রথম দুই ওভারে আউট হয়েছেন বাংলাদেশের দুই ব্যাটিং তামিম ইকবাল ও মুমিনুল হক।

পরে দলীয় ১২ রানে বিদায় নেন মুশফিকুর রহিমও। শ্রীলঙ্কার ২২২ রানের জবাবে প্রথম ইনিংসে এখন পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেটে ৪৫ রান করেছে স্বাগতিকরা।

প্রথম ওভারে সুরাঙ্গা লাকমলকে ফিরতি ক্যাচ তুলে দেন তামিম। ৩ রানে বিদায় নেন তিনি। মাত্র তৃতীয় বলে প্রথম উইকেট হারানোর ধাক্কা না সামলাতেই পরের ওভারে রানআউট হন চট্টগ্রামে দুই ইনিংসে সেঞ্চুরির রেকর্ড গড়ার ব্যাটসম্যান মুমিনুল হক। রানের খাতা খুলতে পারেননি এই বাঁহাতি ব্যাটসম্যান।

বাজেভাবে আউট হয়েছেন মুশফিকও। লাকমলের বল ছেড়ে দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু তাকে বোকা বানিয়ে স্টাম্প ভাঙে বল। ২২টি বল খেলে মাত্র ১ রান করেন মুশফিক। ক্রিজে আছেন ইমরুল কায়েস ও লিটন দাস।

সাহস২৪.কম/খান/আল মনসুর