নেদারল্যান্ডসের কোচ সাবেক ডাচ তারকা

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:১২

সাহস ডেস্ক

২০১৮ রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি নেদারল্যান্ডস। এই ব্যর্থতায় পদত্যাগ করেছিলেন কোচ ডিক অ্যাডভোকাট। আপাতত কোনও ম্যাচ না থাকলেও সাবেক ডাচ তারকা রোন্যাল্ড কোম্যানকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দেশটি।

সাবেক ডাচ ফুটবলার কোম্যান এর আগে ছিলেন এভারটনে। অক্টোবরে তাকে ছাঁটাই করা হলে এতদিন ছিলেন কর্মহীন। নতুন এই কোচের প্রথম অ্যাসাইনমেন্ট হবে মার্চে। তখন ইংল্যান্ডের বিপক্ষে খেলার কথা নেদারল্যান্ডসের। তাই নতুন দায়িত্ব পেয়ে কোচের পরিকল্পনায় আছে বেশ কিছু পরিবর্তন, ‘এই দলের ভবিষ্যৎ নিয়ে আমি খুবই ইতিবাচক। দলে যথেষ্ট প্রতিভা রয়েছে কিন্তু বেশ কিছু পরিবর্তন প্রয়োজন। এই বিষয়ে বিস্তারিত আরও পরে আলোচনা করা যাবে।’

এক সময়ের তারকা কোম্যান নেদারল্যান্ডসের হয়ে ম্যাচ খেলেছেন ৭৮টি। দলের হয়ে ১৯৮৮ সালে জিতেছেন ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ।  ইংলিশ ক্লাব এভারটনের কোচ থাকলেও এই মৌসুমে বাজে ফর্মে ছিল তার দল। এই মৌসুমে মাত্র দুটি ম্যাচ জিততে পেরেছে। পয়েন্ট টেবিলেও দলটির অবস্থা শোচনীয়। রয়েছে ১৮তম স্থানে! অথচ দায়িত্ব নেওয়ার পর প্রথম মৌসুমে তার অধীনেই সপ্তম হয়েছিল এভারটন।

নতুন চুক্তিতে চার বছর ডাগ আউটে দায়িত্ব পালন করবেন কোচ রোন্যাল্ড কোম্যান। তিনি থাকবেন ২০২২ বিশ্বকাপ পর্যন্ত।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত