সাড়ে চার’শ ছাড়ালো বাংলাদেশ

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০১৮, ১১:২০

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে সাড়ে চার’শ রানের ঘর অতিক্রম করেছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দিনের শুরুতেই পর পর তিন উইকেট পড়ে গেলেও এ মাইলফলক স্পর্শ করে স্বাগতিকরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৭ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৪৪৮ রান। এই রান তুলতেই প্রথম সেশনেই ৩ উইকেট হারাতে হয়েছে টাইগারদের।

টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ব্যক্তিগত ১৭৫ রানের সঙ্গে কেবল একটি রান যোগ করে রঙ্গনা হেরাথের বলে আউট হন মুমিনুল।

মুমিনুলের পরই ফিরে যান মোসাদ্দেক হোসেন। তিনিও ফিরেছেন স্পিনার রঙ্গণা হেরাথের বলেই। সাজঘরে ফেরার আগে ১৫ বলে ৮ রান করেন মোসাদ্দেক।
এর পর ২০ রান করে রান আউট হয়ে যান মিরাজ। লাহিরু কুমারার থ্রোতে নিরোশান ডিকবেলা রান আউট করেন মিরাজকে।

এর আগে প্রথম দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের রান ছিল ৪ উইকেটে ৩৭৪।

সাহস২৪.কম/আল মনসুর