সোয়ানসির কাছে আর্সেনালের হার

প্রকাশ | ৩১ জানুয়ারি ২০১৮, ১৭:০০

অনলাইন ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগের নিচের দিকের দল সোয়ানসির কাছে হেরেছে আর্সেনাল।

৩০ জানুয়ারি (মঙ্গলবার) রাতে সোয়ানসির কাছে ৩-১ গোলে হারে আর্সেন ভেঙ্গারের আর্সেনাল।

অলিভিয়ে জিরুদ ও হেনরিক মিখিতারিয়ানকে বেঞ্চে বসিয়ে খেলতে নামা আর্সেনাল ৩৩তম মিনিটে এগিয়ে যায়। জার্মান মিডফিল্ডার মেসুট ওজিলের বাড়ানো বল স্লাইড করে জালে জড়িয়ে দেন নাচো মনরিল। চলতি মৌসুমে আর্সেনালের জার্সিতে চতুর্থ গোল করলেন স্পেনের এই ডিফেন্ডার। এরপর থেকে উল্টো রথে চেপে বসে দলটি।

আর্সেনালের এগিয়ে যাওয়ার আনন্দ এক মিনিট পরই কেড়ে নেয় সোয়ানসি। আলফি মাউসনের রক্ষণচেরা পাস থেকে পাওয়া বল বাঁ পায়ের নিখুঁত শটে লক্ষে পৌঁছে দেন স্যাম ক্লুক্যাস।

গোলরক্ষকের হাস্যকর ভুলে ৬১তম মিনিটে পিছিয়ে পড়ে আর্সেনাল। স্কোড্রান মুস্তাফির ব্যাক পাস পুরোপুরি বিপদমুক্ত করতে ব্যর্থ হওয়া পেতর চেক বল তুলে দেন জর্ডান আইয়ুর পায়ে। সুযোগটা অনায়াসে কাজে লাগান ঘানার এই ফরোয়ার্ড।

৭১তম মিনিটে সোয়ানসির নাথানের শট পোস্টে লেগে ফিরলে আর্সেনালের ম্যাচে ফেরার আশা বেঁচে থাকে। কিন্তু ৮৬তম মিনিটে প্রতিপক্ষের একটি আক্রমণ চেক পুরোপুরি বিপদমুক্ত করতে ব্যর্থ হলে ক্লুক্যাস লক্ষ্যভেদ করেন এবং ম্যাচ থেকে ছিটকে পড়ে ভেঙ্গারের দল। ২৩ পয়েন্ট নিয়ে সপ্তদশ স্থানে থাকা সোয়ানসি ২৫ ম্যাচে পায় ষষ্ঠ জয়ের স্বাদ।

সাহস২৪.কম/খান/আল মনসুর