মুমিনুলের শতক, মুশফিকের হাফ সেঞ্চুরিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০১৮, ১৪:৫৩

সাহস ডেস্ক

চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে ঝড়ো সূচনা করেছিল বাংলাদেশ। রীতিমতো ওয়ানডে স্টাইলে ব্যাটিং করছিলেন তামিম ইকবাল। ১০০ রানের কোটাও খুব দ্রুত স্পর্শ করেছিল টাইগাররা। তবে অর্ধশতক করেই সাজঘরের পথে হেঁটেছেন তামিম। ৪০ রান করে আউট হয়েছেন আরেক ওপেনার ইমরুল কায়েসও। তবে দুর্দান্ত ব্যাটিং করে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যাচ্ছেন মুমিনুল হক। পূর্ণ করেছেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম শতক। এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর : ২৬৬/২। ১২০ রান করে অপরাজিত আছেন মুমিনুল।  ৫০রান নিয়ে ব্যাট করছেন মুশফিকুর রহিম।

উদ্বোধনী জুটিতে তামিম ও ইমরুল জমা করেছিলেন ৭২ রান। গড়ে দিয়েছিলেন শক্ত ভীত। এই ৭২ রানের ৫২ রানই এসেছে তামিমের ব্যাট থেকে। ১৬তম ওভারে দিলরুয়ান পেরেরার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছিলেন তামিম। দ্বিতীয় উইকেটে মুমিনুল হকের সঙ্গে জুটি বেঁধে ইমরুল যোগ করেছিলেন আরো ৪৮ রান। ২৮তম ওভারে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফেরার আগে ইমরুল করেছেন ৪০ রান। 

চট্টগ্রামের স্পিন-সহায়ক পিচে মাত্র এক পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।  দলের একমাত্র পেসার হিসেবে আছেন মুস্তাফিজুর রহমান। সাকিব আল হাসান ইনজুরির কবলে পড়ায় দলকে নেতৃত্ব দিচ্ছেন মাহমুদউল্লাহ।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা দল : দিমুথ করুনারত্নে, ধনঞ্জয় ডি সিলভা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা, রোসেন সিলভা, দিলরুয়ান পেরেরা, থিসারা পেরেরা, রঙ্গনা হেরাথ, সুরঙ্গা লাকমল, লক্ষন সান্দাকান ও লাহিরু কুমারা।

সাহস২৪.কম/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত