পাকিস্তানকে হারিয়ে যুব বিশ্বকাপের ফাইনালে ভারত

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০১৮, ১৩:৪১

সাহস ডেস্ক

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে ভারত। তাদের বিশাল ব্যবধানে হারিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে ফাইনাল নিশ্চিত করেছে ভারতীয় যুব দল।

৩০ জানুয়ারি (মঙ্গলবার) ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস জিতে ব্যাটিংয়ে নামে ভারত।

উদ্বোধনী জুটিতেই ৮৯ রান তুলে ফেলেন পৃথ্বীশ ও মনোজ কারলা।এর পর শুবমান গিলের অনবদ্য সেঞ্চুরিতে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭২ রানের বড় সংগ্রহ পায় ভারত।

দলের হয়ে সর্বোচ্চ শুবমান গিল ৯৪ বলে ৭ চারে ১০২ রান, পৃথ্বী ৪২ বলে ৩ চার ১ ছয়ে ৪১ রান, মনোজ ৫৯ বলে ৭ চারে ৪৭ রান এবং অনুকুল শুধারক রায় ৪৫ বলে ৪ চারে ৩৩ রান করেন।

বল হাতে সর্বোচ্চ মোহম্মদ মুসা ৪টি, আরশাদ ইকবাল ৩টি এবং শাহীন আফ্রিদি ১টি করে উইকেট নেন।

২৭৩ রানের জবাবে পাকিস্তান ব্যাট করতে নেমে ২৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ৬৯ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ রোহাইল নাজির ৩৯ বলে ১৮ রান, সাদ খান ৩৩ বলে ১ চারে ১৫ রান এবং মোহম্মদ মুসা অপরাজিত ১৪ বলে ১ চার ১ ছয়ে ১১ রান করেন।

বল হাতে সর্বোচ্চ ইশান পোরেল ৪টি, শিবা সিং ও রাইয়ান পরাগ ২টি এবং অনুকুল শুধাকর রায় ও অভিষেক সর্মা ১টি করে উইকেট নেন।

পাকিস্তানের বিপক্ষে ২০৩ রানে জয় পায় ভারত। ম্যাচসেরা হয়েছেন শুবমান গিল।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত