যুব বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০১৮, ১৫:২২

সাহস ডেস্ক

অনূর্ধ্ব-১৯ নিউজিল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো অস্ট্রেলিয়ান যুবা দল।

২৯ জানুয়ারি (সোমবার) মাউন্ট মাঙ্গানুইয়ে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে আফগানিস্তান।

ব্যাট করতে নেমে ১৮১ রানে গুটিয়ে যায় ‘পুঁচকে’ তকমা পাওয়া দল আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ উইকেটকিপার ইকরাম আলী ১১৯ বলে ৮ চারে ৮০ রান করেন। অজি বোলিং মিডিয়াম পেসার জোনাথন মারলোর ৪ উইকেট শিকারে ধস নামে আফগানিস্তানের।

তবে এত কম রানে গুটিয়ে যাওয়ার পরেও হাল ছাড়েনি আফগানরা। নির্ভর করেছিল রহস্য স্পিনার মুজিব জাদরানের ওপর। এই স্পিনারই ২৮ জানুয়ারি (রবিবার) ডাক পেয়েছেন আইপিএলে।

নিজের ঘূর্ণিজাদুর প্রমাণ দিয়েছেন এই ম্যাচেও। ওপেনার ব্রায়ান্টকে দলীয় ২৬ রানে ফিরিয়ে স্বস্তি দিয়েছিলেন দলকে। যদিও পরের আক্রমণগুলো ছিল নখদন্তহীন!

ওপেনার এডওয়ার্ডস ৬৫ বলে ৮ চার ও ২ ছয়ে ৭২ রানের সুবাদেই জয়ের মঞ্চ তৈরি হয় অস্ট্রেলিয়ার। ৩৭.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে জিতেছে অজি যুবারা। ম্যাচসেরা হন অজি ওপেনার জ্যাক এডওয়ার্ডস।সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত