পিএসজির জয়ে কাভানির রেকর্ড

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০১৮, ১৫:৪৩

সাহস ডেস্ক

ইনজুরির কারণে গত ম্যাচে লিওঁর বিপক্ষে খেলতে পারেননি পিএসজি তারকা নেইমার। নেইমরবিহীন খেলতে নেমে শেষ পর্যন্ত ম্যাচটি হেরে যায় পিএসজি। ইনজুরি থেকে সেরে উঠে দলে যোগ দিয়ে ঘরের মাঠে তার জোড়া গোলে মপেলিয়েকে হারিয়েছেন উনাই এমেরির শিষ্যরা। জয়ের পাশে নিজের একটি রেকর্ড গড়লেন কাভানি।

২৭ জানুয়ারি (শনিবার) পিএসজির মাঠে খেলতে নেমে ৪-০ গোলে মপেলিয়েকে হারিয়েছে পিএসজি।

খেলা শুরুর ১১ মিনিটে পিএসজিকে লিড এনে দেন এডিনসন কাভানি। এ গোলে জ্লাতান ইব্রাহিমোভিচকে টপকে পিএসজির হয়ে সর্বোচ্চ ১৫৭ গোল করার কীর্তি গড়লেন উরুগুইয়ান ফরোয়ার্ড।

এর পর প্রতিপক্ষ শিবিরে একের পর এক আক্রমণ শানালেও গোলের দেখা মিলছিল না। অবশেষে ৪০ মিনিটে ড্রাক্সলারের শট ডি বক্সে পেদ্রো মেন্ডিসের হাতে লাগলে পেনাল্টি পায় পিএসজি। সফল স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন ইনজুরি থেকে ফেরা নেইমার।

পরের গোল পেতে আরও ৩০ মিনিট লেগেছে পিএসজির। ৭০ মিনিটে স্বদেশী হ্যাভিয়ের পাস্তোরের বাড়ানো বল জালে জড়িয়ে ব্যবধান ৩-০ করেন অ্যাঞ্জেল ডি মারিয়া। ১২ মিনিট পর নেইমার নিজের দ্বিতীয় গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে প্যারিসের দলটি।

এ জয়ে ২৩ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও পোক্ত করল পিএসজি।

সাহস২৪.কম/খান/আল মনসুর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত