প্লে-অফে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের জয়

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০১৮, ১২:৫০

সাহস ডেস্ক

আইসিসি অনূর্ধ্ব-১৯ নিউজিল্যান্ড বিশ্বকাপের পঞ্চম স্থান নির্ধারণী প্লে-অফে ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। টসে জিতে ব্যাট করতে নেমে ইংলিশরা ৪৭.২ ওভারে ২১৬ রানে অলআউট হয়।

২৭ জানুয়ারি (শনিবার) কুইনস্টোনে ইংল্যান্ডের বিপক্ষে ১৫ বল হাতে রেখে ৫ উইকেটে ম্যাচ জিতেছে বাংলাদেশ যুবারা।

ইংল্যান্ড আগে ব্যাট করতে নেমে দলের হয়ে সর্বোচ্চ রান করেন লিয়াম বাঙ্কস ৮২ বলে ৮ চার ১ ছয়ে ৭৪ রান, হ্যারি ব্রুক ৬৬  বলে ৯ চারে ৬৬ রান, জ্যাক ডেভিস ৪১ বলে ১ চারে ২৬ রান এবং প্রেম সিসোডিয়া ৩২ বলে ৩ চারে ২০ রান।

বল হাতে দলে সর্বোচ্চ হাসান মাহমুদ ও আফিফ হোসাইন ৩টি, কাজী অনিক ২টি এবং রবিউল হক ও মোহম্মাদ রাকিব ১টি করে উইকেট নেন।

২১৭ রানের তাড়া করতে নেমে ৪৭.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে মোট ২২০ রান করেন বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ রান করেন সাইফ হাসান ৮৯ বলে ৪ চারে ৫৯ রান, আফিফ হোসাইন ৮৬ বলে ৭ চার ১ ছয়ে ৭১ রান এবং মোহম্মাদ রাকিব অপরাজিত ৪২ বলে ২ চারে ২৮ রান।

বল হাতে দলে সর্বোচ্চ উইকেট আদাম ফিঞ্চ ২টি, এবং এ্যাথান বাম্বার, প্রেম সিসোডিয়া, ইয়ান উডস ১টি করে উইকেট নেন।

ইংল্যান্ড যুবাদের বিপক্ষে ১৫ বল হাতে রেখে ৫ উইকেটে ম্যাচ জিতেছে বাংলাদেশ যুবারা।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত