ডেভিস কাপ খেলতে ওমান যাচ্ছে বাংলাদেশ

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০১৮, ১৬:৫৮

আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে ২৭ জানুয়ারি হতে ০৪ ফেব্রুয়ারি ওমান টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় মাস্কাট শহরে ‘২০১৮ ডেভিস কাপ এশিয়া/ওশানিয়া জোন গ্রুপ-৪’ এর খেলা অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় স্বাগতিক ওমানসহ বাহরাইন, বাংলাদেশ, গুয়াম, ইরাক, কিরঘিজস্তান, মঙ্গোলিয়া, মায়ানমার, সিঙ্গাপুর, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও ইউনাইটেড আরব আমিরাত দল অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় ০৬ (ছয়) সদস্য বিশিষ্ট বাংলাদেশ দল (৪ জন খেলোয়াড়, ১ জন নন-প্লেইং ক্যাপ্টেন ও ১ জন ম্যানেজার) অংশগ্রহণ করবে। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে দলের সঙ্গে রয়েছেন নেয়াজ আহমেদ, সহ-সভাপতি, বিটিএফ, নন-প্লেইং ক্যাপ্টেন হিসেবে রোকন উদ্দিন আহমেদ, সদস্য, বিটিএফ এবং খেলোয়াড়গণ হচ্ছেন : (১) শ্রী অমল রায়, (২) দীপু লাল, (৩) রঞ্জন রাম, (৪) মোহাম্মদ আখতার হোসেন রানা।

বাংলাদেশ দল শনিবার রাতে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ফ্ল্যাইটে ওমানের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং প্রতিযোগিতা শেষে আগামী ০৫ ফেব্রুয়ারি ২০১৮ দেশে প্রত্যাবর্তন করবে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত