বেঞ্চে বসে থাকতেও আপত্তি নেই মেসির

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০১৮, ১৬:৫৭

অনলাইন ডেস্ক

চলতি মৌসুমে বার্সেলোনার খেলা প্রায় সব ম্যাচেই পুরোটা সময় খেলেছেন লিওনেল মেসি। তবে কোচ যদি চান, তাহলে ‘রোটেশনে’ কোনও সমস্যা দেখছেন না আর্জেন্টাইন অধিনায়ক।

২৬ জানুয়ারি (শুক্রবার) বার্সেলোনায় একটি ইভেন্টে যোগ দিয়েছিলেন মেসি। সেখানেই রোটেশন নিয়ে কথা বলেছেন তিনি।

দলের প্রয়োজনীয়তা ও বয়সের কথা মাথায় রেখে মেসির ‘আপত্তি’ নেই ঘুরিয়ে ফিরিয়ে খেলানোয়। যদিও সিদ্ধান্তটা ছেড়ে দিয়েছেন তিনি কোচ এরনেস্তো ভালভারদের হাতে, ‘কোচ এটার সিদ্ধান্ত নেবেন। প্রায়ই তার সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা হয়, আর আমার অন্য সতীর্থদের মতো আমিও রোটেশনে কোনও সমস্যা দেখছি না।’

কোপা দেল রে’র শুরুর দিকের খেলায় মেসিকে দলের বাইরে রেখে ছক সাজিয়েছিলেন ভালভারদে। তবে প্রতিদ্বন্দ্বিতা বাড়ার সঙ্গে বার্সা কোচ খেলিয়েছেন তার সেরা খেলোয়াড়কে। প্রতিপক্ষের কথা মাথায় রেখে যদি দলের বাইরে, এমনকি বেঞ্চেও বসে থাকতে হয়, তাতেও সমস্যা দেখছেন না মেসি। যদিও বিশ্রামহীন ফুটবল খেললেও মেসির মধ্যে ক্লান্তির ছাপ নেই এতটুকু। এস্পানিওলের বিপক্ষে কোপা দেল রে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগই তার প্রমাণ।

দুর্দান্ত পারফরম্যান্সে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী সেমিফাইনালে তুলেছেন বার্সেলোনাকে। নিজের ও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট এই আর্জেন্টাইন, ‘সৌভাগ্যক্রমে সবকিছু ভালো চলছে। এস্পানিওলের বিপক্ষে কঠিন পরীক্ষায় আমরা উতরে গেছি। যেভাবে সবকিছু এগোচ্ছে, তাতে আমরা খুশি, যদিও এখনও অনেক খেলা বাকি।’

এস্পানিওলের বিপক্ষে এই ম্যাচ দিয়েই বার্সেলোনার জার্সিতে অভিষেক হয়েছে ফিলিপে কৌতিনিয়োর। আন্দ্রেস ইনিয়েস্তার বদলি হিসেবে মাঠে নেমে ২২ মিনিট কাটানো এই মিডফিল্ডার প্রসঙ্গে মেসির বক্তব্য, ‘নতুন কোচ (ভালভারদে) শুরু থেকে সব বিষয়ে পরিষ্কার। তার চাওয়া আমাদের বলেছিলেন, আমরাও সেটার সঙ্গে মানিয়ে নিয়েছি। কৌতিনিয়ো ও (জেরি) মিনা নতুন এসেছে, দলে তাদের পেয়ে আমরা খুশি।’

সাহস২৪.কম/খান/আল মনসুর