কোপা দেল রের সেমিতে শেষ চারের ড্র

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০১৮, ১৫:০১

সাহস ডেস্ক

কোপা দেল রের সেমি-ফাইনালে ভালেন্সিয়াকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনা। কোয়ার্টার- ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারানো লেগানেস শেষ চারে খেলবে সেভিয়ার সঙ্গে।

২৬ জানুয়ারি (শুক্রবার) স্পেনের ফুটবলের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতার শেষ চারের ড্র হয়।

ক্যাম্প নউয়ে ২৫ জানুয়ারি (বৃহস্পতিবার) রাতে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে ২-০ গোলে এস্পানিওলকে হারায় বার্সেলোনা। নিজেদের মাঠে দলের জয়ে একটি করে গোল করেন লুইস সুয়ারেস ও লিওনেল মেসি। 

দুই লেগ মিলিয়ে ২-১ গোলে জিতে টানা অষ্টমবারের মতো প্রতিযোগিতাটির শেষ চারে উঠে কাতালান ক্লাবটি। শেষ পর্যন্ত সাফল্য ধরে রাখতে পারলে টানা চার বার এই শিরোপা জিতবে তারা।

আগের দিন নিজেদের মাঠে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে লেগানেসের কাছে ২-১ গোলে হারে রিয়াল। প্রথম লেগে তারা ১-০ ব্যবধানে জেতায় দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ২-২। তবে অ্যাওয়ে গোলে পিছিয়ে থেকে ছিটকে যায় মাদ্রিদের ক্লাবটি। কোপা দেল রের ইতিহাসে লেগানেসই প্রথম দল যারা নিজেদের মাঠে প্রথম লেগে হারের পর বের্নাবেউয়ে জিতে রিয়ালকে ছিটকে দিল।

শেষ আটে ভালেন্সিয়া দুই লেগেই আলাভেসকে ২-১ ব্যবধানে হারায়। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৫-২ গোলে জিতে সেমি-ফাইনালে উঠে সেভিয়া।

আগামী ৩১ জানুয়ারি (বুধবার) হবে প্রতিযোগিতাটির সেমি-ফাইনালের প্রথম লেগ। ফিরতি লেগ হবে পরের বুধবার।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত