বিপজ্জনক মেন্ডিসকে ফেরালেন মাশরাফি

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০১৮, ১৩:১২

সাহস ডেস্ক

বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ। তৃতীয় ওভারের পঞ্চম বলে লঙ্কান ওপেনার দানুষ্কা গুনাতিলকাকে ফিরিয়ে দলকে দারুণ শুরু এনে দেন মেহেদী হাসান মিরাজ। লং অফে তামিম ইকবালকে ক্যাচ দেন গুনাতিলকা (৬)।

কুশল মেন্ডিস নেমেই ঝড় তুলেছিলেন। মিরাজের করা পঞ্চম ওভার থেকে তিন ছক্কা আর এক বাউন্ডারি মিলিয়ে মোট ২৪ রান আদায় করে নেন। কিন্তু পরের ওভারেই মেন্ডিসকে মিড অনে মাহমুদউল্লাহর তালুবন্দী করেন মাশরাফি বিন মতুর্জা। ৯ বলে ২৮ রান করে ঝড় তোলার চেস্টা করেছিলেন লঙ্কান এ ব্যাটসম্যান।

এখন পর্যন্ত শ্রীলঙ্কার স্কোর ১৫ ওভার শেষে ২ উইকেটে ৮১ রান। ব্যাট করছিলেন উপুল থারাঙ্গা ২৬* ও নিরোশান ডিকভেলা ২০*।

বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন আনা হয়েছে। এনামুল হক, নাসির হোসেন ও আবুল হাসানের জায়গায় ফিরছেন মোহাম্মদ মিথুন, মোহাম্মদ সাইফউদ্দিন ও মেহেদী হাসান মিরাজ। শ্রীলঙ্কা দলে একটি পরিবর্তন। লক্ষ্মণ সান্দাকানের জায়গায় আন্তর্জাতিক অঙ্গনে অভিষেকের সুযোগ পেয়েছেন শেহান মাদুশঙ্কা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত