সেমিফাইনালে খেলা হলোনা রিয়ালের

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০১৮, ১৩:৪৬

সাহস ডেস্ক

কোপা দেল রের কোয়ার্টার ফাইনালেই শেষ হয়ে গেল রিয়াল মাদ্রিদের অভিযান। নিজেদের মাঠেই লেহানেসের বিপক্ষে হেরে গেলো জিদানের রিয়াল মাদ্রিদ।

২৪ জানুয়ারি (বুধবার) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে লেগানেসের বিপক্ষে ২-১ ব্যবধানে হারের লজ্জায় ডুবেছে রিয়াল। 

অ্যাওয়ে গোল সংখ্যায় এগিয়ে থাকার সুবাদে সেমিতে ওঠার বাঁধভাঙা উল্লাসে মাতে ভিজিটররা। প্রথম লেগে মার্কো অ্যাসেনসিওর শেষ মুহূর্তের গোলে জয় (১-০) পেয়েছিল লস ব্লাঙ্কসরা। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন ২-২।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি বিশ্রামে থাকা ক্রিস্টিয়ানো রোনালদো। দেপোর্তিভো লা করুণার বিপক্ষে তিনদিন আগের ৭-১ গোলের লিগ ম্যাচটিতে হেডে জোড়া গোল আদায়ের মুহূর্তে প্রতিপক্ষ ডিফেন্ডারের বুটের আঘাতে চোখের কোনা রক্তাক্ত হয়ে মাঠ ছাড়েন সিআর সেভেন। রোনালদো ছাড়াও গ্যারেথ, টনি ক্রুস, মার্সেলোকে ছাড়াই লেগানেসকে আতিথ্য দেয় গ্যালাকটিকোরা।

এ নিয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ঘরের মাঠে সবশেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতেই পরাজয়ের তিক্ত স্বাদ পেল ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

লা লিগার শিরোপা স্বপ্ন একরকম শেষই হয়ে গেছে রিয়ালের। মৌসুমের মাঝপথে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে পিছিয়ে আছে ১৯ পয়েন্টে। 

লা লিগায় পয়েন্ট টেবিলের ব্যবধানটা বড় হয়ে যাওয়ার পর এবার কোপা দেল রে থেকে ঝরে পড়ল রিয়াল। ‘শেষ আশা’ হিসেবে এখন ‘লস ব্লাঙ্কোদের’ টিকে থাকলো চ্যাম্পিয়নস লিগ।

সাহস২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত