জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয় বাংলাদেশের

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০১৮, ১৯:২১

সাহস ডেস্ক

বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে বড় জয় পেলো স্বাগতিক বাংলাদেশ। টসে জিতে ব্যাট করতে নেমে বড় কোন স্কোর করতে পারেনি বাংলাদেশ। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে মোট ২১৬ রান সংগ্রহ করেছেন স্বাগতিকরা। তাই বোলিংয়ে ভালো শুরুর অপেক্ষায় ছিল মাশরাফিরা।

২৩ জানুয়ারি (মঙ্গলবার) মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রীকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ৯১ রানে জয় পায় মাশরাফি বাহিনী।

দলের হয়ে সর্বোচ্চ রান করেন তামিম ইকবাল ১০৫ বলে ৬ চারে ৭৬ রান এবং সাকিব আল হাসান ৮০ বলে ৬ চারে ৫১ রান।

২১৭ রানের তাড়া করতে নেমে ৩৬.৩ বলে সব উইকেট হারিয়ে মোট ১২৫ রান করেন জিম্ববুয়ে। দলের হয়ে সর্বোচ্চ রান করেন সিকান্দার রাজা ৫৯ বলে ৪ চার ও ১ ছয়ে ৩৯ রান এবং গ্র্যাম ক্রিমার ৩১ বলে ৩ চারে ২৩ রান।

বল হাতে ভালোই দাপট দেখিয়েছে টাইগার বাহিনী। মাশরাফি ৬ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট, সাকিব ৯ ওভারে ৩৪ রান ৩ উইকেট, সানজামুল ১০ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট, মোস্তাফিজ ৬.৩ ওভারে ১৬ রান দিয়ে ২ উইকেট এবং রুবেল ৫ ওভারে ১৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছে।

৯১ রানের জয় নিয়ে টানা তিন ম্যাচ জিতলো স্বাগতিক বাংলাদেশ।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত