টানা তিন ম্যাচ হেরেছে বাংলাদেশ যুব দল

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০১৮, ১৬:১১

সাহস ডেস্ক

২০১৮ যুব বিশ্বকাপ সামনে রেখে চলছে প্রস্তুতি ম্যাচ। স্বাগতিক নিউজিল্যান্ডের দল ওটাগো একাদশ এবং ওটাগো ‘এ’ দলের কাছে দুইটি প্রস্তুতি ম্যাচে হেরেছিলো। এবার আফগানিস্তান যুব দলের কাছেও হেরেছে লাল-সবুজের দল। যুব বিশ্বকাপের আগে এ নিয়ে টানা তিন ম্যাচ হেরেছেন সাইফ হাসানরা।

০৮ জানুয়ারি (সোমবার) ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৫৬ রানে হেরেছে বাংলাদেশ যুব দল। 

ম্যাচে টস জিতে প্রথমে আফগানিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশের যুবারা। প্রতিপক্ষকে মাত্র ২০৬ রানে আটকে দিলো লাল-সবুজরা। 

হাসান মাহমুদ ৪৬ রানে চারটি ও রবিউল হক ৫৬ রানে তিন উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিংয়ে ধস নামান। টিপু সুলতান ৩৬ রানে দুই উইকেট পান। 

জবাবে দুই ওপেনারের ব্যাটিং দৃঢ়তায় বাংলাদেশের শুরুটা বেশ ভালো হয়েছিল। কিন্তু পরবর্তী ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৫০ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয় তারা। পিনাক ঘোষ সর্বোচ্চ ৫৪ ও অধিনায়ক সাইফ হাসান ৪৩ রান করলেও অন্যরা ছিলেন আসা-যাওয়ার দলে।  

১৩ জনুয়ারি শুরু হচ্ছে যুব বিশ্বকাপ। আসরের প্রথম দিনেই বাংলাদেশ মাঠে নামবে, প্রতিপক্ষ নামিবিয়া। এরপর ১৫ জানুয়ারি দ্বিতীয় ম্যাচে কানাডা ও ১৮ জানুয়ারি ইংল্যান্ডের মুখোমুখি হবে। এর আগে গত আসরে ঘরের মাঠে বাংলাদেশ তৃতীয় হয়েছিল।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত