জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়ক শান্ত

প্রকাশ | ০৮ জানুয়ারি ২০১৮, ১৩:৫৪

অনলাইন ডেস্ক

বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে স্বাগতিক বাংলাদেশের মাঠে কিছু দিনের মধ্যে শুরু হতে যাচ্ছে ত্রিদেশীয় সিরিজ। এ সিরিজকে সামনে রেখে জিম্বাবুয়ে বাংলাদেশের হোম অপ কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার জন্য বাংলাদেশে পারি জমাবে ১০ জানুয়ারি। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দুই দিন অনুশীলন করবে তারা। ১৩ জানুয়ারি সিরিজের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষ্যে লড়বে তারা।

০৭ জানুয়ারি (রবিবার) এই ম্যাচের জন্য দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ঘোষণা করেছে বিসিবি।

ত্রিদেশীয় সিরিজের জন্য চূড়ান্ত দলের চার ক্রিকেটার এনামুল হক, সাব্বির রহমান, মোহাম্মদ মিথুন ও আবুল হাসান রাজু খেলবেন প্রস্তুতি ম্যাচ। মূল দলে সুযোগ না পেলে বিসিবি একাদশের ১২ জনের মধ্যে আছেন মোসাদ্দেক হোসেন। গত দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে জাতীয় দলের বাইরে তিনি।

এছাড়া বিপিএলে ভালো খেলে জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে সুযোগ পাওয়া আরিফুল হক ও মেহেদী হাসান আছেন প্রস্তুতি ম্যাচের স্কোয়াডে।

বিসিবি একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, আবুল হাসান, আরিফুল হক, মেহেদী হাসান, ইমরান আলী, এবাদত হোসেন, খালিদ হাসান ও তানভীর হায়দার।

সাহস২৪.কম/খান/আল মনসুর