আজ বছরের শেষ সূর্যগ্রহণ

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২১, ১২:০৪

সাহস ডেস্ক

আজ শনিবার (৪ ডিসেম্বর) বছরের শেষ বলয়গ্রাস সূর্যগ্রহণ। সূর্য ও পৃথিবীর মধ্যখানে চলে আসবে চাঁদ। চাঁদের আড়ালে ঢাকা পড়বে সূর্য। কেবল একটা বলয় দৃশ্যমান থাকবে। রচিত হবে ‘রিং অফ ফায়ার’।  তবে বাংলাদেশ থেকে দেখা যাবে না এই সূর্যগ্রহণ। বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় এই গ্রহণ শুরু হয়ে শেষ হবে ৩টা ৩৭ মিনিটে। অনলাইনে লাইভ দেখা যাবে এ গ্রহণ।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, নামিবিয়ার উপকূলীয় শহর স্বকোপমুন্ড থেকে পূর্ব দিকে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে গ্রহণ শুরু হবে। কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে ফ্রেঞ্চ টেরিটরির দক্ষিণ অ্যান্টার্কটিক ল্যান্ড থেকে দক্ষিণ-পূর্ব দিকে ভারত মহাসগরে। সর্বোচ্চ গ্রহণ হবে অ্যান্টার্কটিকার অ্যান্টার্কটিক আইস শিল্ড থেকে পশ্চিম দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে অ্যান্টার্কটিকার সিপল আইসল্যান্ড থেকে উত্তর-পশ্চিম দিকে দক্ষিণ মহাসাগরে এবং গ্রহণ শেষ হবে অস্ট্রেলিয়ার সাউথ ব্রুনি আইল্যান্ড থেকে দক্ষিণ-পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে।

সূর্যগ্রহণ এর সময় কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন
সূর্যগ্রহণ দেখার সময় যথাযথ চোখের সুরক্ষা নিতে হবে। কারণ দীর্ঘ সময় ধরে খালি চোখে সূর্যের দিকে তাকালে তাতে চোখের ক্ষতি করতে পারে।
গ্রহণ দেখার জন্য লেন্সে একটি বিশেষ সৌর ফিল্টার প্রয়োজন। 
সরাসরি সূর্যের দিকে তাকানো উচিত নয়। পানিতে সূর্যের প্রতিফলনের দিকে তাকাবেন না। 
গ্রহণ দেখার জন্য সাধারণ সানগ্লাস ব্যবহার করবেন না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত