২৭ সেপ্টেম্বর থেকে গুগল সার্ভিস থাকবে না যে স্মার্টফোনে

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২১, ১২:২৩

সাহস ডেস্ক

প্রযুক্তি এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। দিন দিন স্মার্টফোনের চাহিদার সাথে পরিবর্তন হচ্ছে অপরেটিং সিস্টেম। তবে এখনো অনেকের হাতেই আছে পুরনো সংস্করণের অ্যান্ড্রয়েড স্মার্টফোন। এবার তাদের জন্য দুঃসংবাদ দিলো প্রযুক্তি জায়ান্ট গুগল।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ২৭ সেপ্টেম্বর থেকে পুরনো মডেলের স্মার্টফোন গুলোতে গুগলের কার্যক্রম বন্ধ করে দেয়া হবে। অ্যান্ড্রয়েড ২.৩.৭ বা এর থেকে কম ভার্সনের স্মার্টফোনগুলোতে সেবা বন্ধ করবে গুগল। বন্ধ হয়ে যাবে ইউটিউব, গুগল ড্রাইভ, জি-মেইল, গুগল ম্যাপসহ প্রয়োজনীয় বিভিন্ন অ্যাপ গুলো। যার ফলে গুগলের সেবা পেতে হলে আপনার হাতের স্মার্টফোনটিকে কমপক্ষে ৩ ভার্সনের হতে হবে। 

তবে স্মার্টফোনগুলোর গ্রাহকদের জন্য গুগল সেবা পাওয়ার একটি সার্ভিস চালু রাখা হবে। এক্ষত্রে ওয়েব ব্রাউজার থেকে লগ ইন করে গুগলের সেবা পাওয়ার সুযোগ থাকবে।

সাহস২৪.কম/জেএস/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত