অবসরে যাচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

প্রকাশ : ২৩ মে ২০২১, ০১:৩৬

সাহস ডেস্ক

এককালের জনপ্রিয় ওয়েব ব্রাউজার “ইন্টারনেট এক্সপ্লোরার” চলতি বছরের জুনেই অবসরে যাচ্ছে। ১৯৯৫ সালে মাইক্রোসফট নিয়ে আসে “ইন্টারনেট এক্সপ্লোরার” ব্রাউজার। দীর্ঘ সময় ধরে গ্রাহকদের মন জয় করেছে এই ব্রাউজারটি।

ব্রাউজারটি গ্রাহকরা শেষবারের মতো ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে মাইক্রোসফট। বাজারে “মাইক্রোসফট এজ” নামের নতুন ব্রাউজার আনে মাইক্রোসফট। নতুন এই ব্রাউজারটিকে তুলে ধরতেই ইন্টারনেট এক্সপ্লোরারকে বিদায় জানাতে চলেছে প্রতিষ্ঠানটি।

এককালে ওয়েব ব্রাউজার বলতেই মাথায় আসতো ইন্টারনেট এক্সপ্লোরারের নাম। কিন্তু সময়ের সঙ্গে গতি হারিয়েছে এটি। কারণ হিসেবে দেখা হয় গুগল ক্রোম, মোজেলা ফায়ারফক্স, ইউসি’র মতো ব্রাউজারগুলোর দ্রুত গতি ও নতুন নতুন ফিচার।

মাইক্রোসফটের প্রোগ্রাম ম্যানেজার শন লিন্ডারসে জানান, উইন্ডোজ ১০-এ ইন্টারনেট এক্সপ্লোরারের ভবিষ্যৎ হতে চলেছে মাইক্রোসফট এজ। ২০২২ সালের ১৫ জুনের পর থেকে ইন্টারনেট এক্সপ্লোরার ১১ অ্যাপ্লিকেশনের জন্য আর কোনো সাপোর্ট দেওয়া হবে না। ফলে ইন্টারনেট এক্সপ্লোরারের বিকল্প যে মাইক্রোসফট এজ হতে চলেছে, তা সংস্থার কথাতেই স্পষ্ট।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত