বিশ্বজুড়ে মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম ডাউন

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০২০, ১৯:০৪ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২০, ০২:৩৯

অনলাইন ডেস্ক

ফেসবুকের জনপ্রিয় সেবা মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম বিশ্বজুড়ে কাজ করছে না। যুক্তরাজ্যভিত্তিক ডেইলি এক্সপ্রেস জানায়, আজ সকাল দশটার দিকে মেসেঞ্জার ডাউন হতে থাকে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) এই দুটি যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে গিয়ে বিড়ম্বনায় পড়ছেন কোটি কোটি ব্যবহারকারী।

ডাউনডিটেক্টর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে হাজার হাজার ফেসবুক মেসেঞ্জার ব্যবহারকারী তাদের অ্যাপ ব্যবহারে সমস্যায় পড়েছেন। প্রতি মিনিটে প্রায় ২,৪০০ মেসেঞ্জার ব্যবহারকারী লগইন করতে, বার্তা পাঠাতে কিংবা কল করতে না পাড়ার অভিযোগ জানিয়েছে।