মহাকাশে গোপন সামরিক বিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্রে

প্রকাশ | ১৯ মে ২০২০, ১৩:৩৫

অনলাইন ডেস্ক

রহস্যময় মিশনে মহাকাশে গোপন একটি সামরিক বিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী।

গত ১৭ মে (রবিবার) দেশটির মহাকাশ কেন্দ্র কেপ ক্যানাভেরল থেকে ওই রকেট ছাড়া হয়।

গত ১৬ মে (শনিবার) এটি উৎক্ষেপণের পরিকল্পনা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে সেটি একদিন পিছিয়ে রবিবার উৎক্ষেপণ করা হয়।

বিবিসি জানিয়েছে, অ্যাটলাস ভি নামে রকেটটি সফলভাবে উৎক্ষেপণ করেছে মার্কিন বিমানবাহিনী। ওই রকেটে করে এক গোপন মিশনে এক্স-৩৭-বি নামে একটি মহাকাশযান পাঠানো হয়।

মহাকাশযানটি অরবিটাল টেস্ট ভেহিক্যাল নামেও পরিচিত, যেটি কক্ষপথে একটি উপগ্রহ ছাড়বে। এ ছাড়া বিচ্ছুরণ-শক্তি সংক্রান্ত প্রযুক্তি নিয়ে পরীক্ষা চালাবে। এটি মহাকাশে ওই বিমানের ষষ্ঠ মিশন বলে জানা গেছে।

বিবিসি জানিয়েছে, এক্স-৩৭-বি মার্কিন গোয়েন্দা বিভাগের একটি গোপন কর্মসূচি। পেন্টাগন এই মহাকাশযানের মিশন এবং যানটির সক্ষমতা অর্থাৎ এটি কী করতে পারে, সে সম্পর্কে খুবই কম তথ্য প্রকাশ করেছে।

নতুন শুরু হওয়া মিশনটি কতদিন ধরে চলবে বা কী এর উদ্দেশ্য সেটিও গোপন রাখা হয়েছে।

সূত্র: বিবিসি