দক্ষিণ আফ্রিকায় করোনা রোগীদের কিচিৎসা দেবে রোবট

প্রকাশ | ১৫ এপ্রিল ২০২০, ১৮:৩৪

অনলাইন ডেস্ক

দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় ডাক্তারদের সহযোগিতা করবে রোবট। দেশটির কেপটাউনের স্টেলেনবোস মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একদল মেডিসিন বিশেষজ্ঞ গবেষক ১৫ দিন গবেষণা চালিয়ে এ রোবট আবিষ্কার করেন।

পরীক্ষামূলকভাবে কেপটাউনের টাইগারবার্গ মেডিকেল হাসপাতালে ১৪ এপ্রিল এ রোবট হস্তান্তর করা হয়।

গবেষক দলের প্রধান ডা. জেমস পিটার বলছেন, ‘রোবটটি কোভিড-১৯ রোগীদের ওয়ার্ডে রাউন্ড দিয়ে রোগীদের সার্বক্ষণিক তথ্য সংগ্রহ করতে ডাক্তারদের সহায়তা করবে। গবেষকরা জানিয়েছেন, রোবটটির নাম রাখা হয়েছে ‘কুইন্টিন’।

যদি কোনো ডাক্তার হাসপাতালে উপস্থিত হতে সমস্যায় পড়েন তবে ঐ রোবট দিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর নিয়মিত শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে।